Advertisement
০৪ মে ২০২৪

ফেসবুক এফেক্ট! টিন এজারদের মধ্যে বাড়ছে মদ্যপান-ধূমপানের প্রবণতা

শুধু মস্তিষ্কে প্রভাব বিস্তার করাই নয়, ফেসবুক টিন এজারদের মধ্যে অ্যালকোহল এবং ধূমপানের প্রবণতাও বৃদ্ধি করে! ক্যালিফোর্নিয়ার একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যা প্রকাশিত হয়েছে জার্নাল অফ অ্যাডলেসেন্ট হেলথ্-এ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ১৫:৪৫
Share: Save:

শুধু মস্তিষ্কে প্রভাব বিস্তার করাই নয়, ফেসবুক টিন এজারদের মধ্যে অ্যালকোহল এবং ধূমপানের প্রবণতাও বৃদ্ধি করে! ক্যালিফোর্নিয়ার একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। যা প্রকাশিত হয়েছে জার্নাল অফ অ্যাডলেসেন্ট হেলথ্-এ।

এই গবেষণা অনুযায়ী, ফেসবুকে বন্ধুবান্ধবদের পোস্ট করা ছবিতে একদল লোকের প্রতিক্রিয়াই অনেক টিন এজারকে ভ্রান্ত পথ বেছে নিতে সাহায্য করে। আসলে টিন এজারদের মধ্যে ঠিক-ভুল বিবেচনা করার ক্ষমতা অনেক কম থাকে। উল্টে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁদের মধ্যে বিলাসিতার দিকে ঝুঁকে থাকার প্রবণতা দেখা যায়। যার জন্য ফেসবুক তাঁদের মস্তিষ্কে তুলনামূলক ভাবে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে।

সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ১৬ বছরের ১৫০০ পড়ুয়াকে নিয়ে এই গবেষণাটি করেন বিজ্ঞানীরা। ফেসবুকে এ ধরনের ছবি দেখে তাদের মস্তিষ্কে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেন বিজ্ঞানীরা। ঠিক যেমন আইসক্রিম বা পছন্দের খেলনা দেখে শিশুদের মস্তিষ্কে হয়ে থাকে। এর জন্যই ফেসবুক থেকে প্রভাবিত হয়ে এই বয়সের পড়ুয়াদের বেশির ভাগই মদ্যপান এবং ধূমপান করতে শুরু করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Smikin Consuming alcohol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE