Advertisement
১১ মে ২০২৪

স্নান করার সময় যে চারটে ভুল আমরা হামেশাই করি

আপনি কি ভীষণ পিটপিটে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদে রোজ রোজ স্নান করেন বুঝি? বেশ সাবান মেখে, লুফা দিয়ে ঘসে ঘসে? এ সব করে ভাবছেন বুঝি হেব্বি সাফসুতরো থাকা গেল? আসলে পুরোটাই ভুল ভাবছেন। জানেন কি রোজ রোজ স্নান করাটাও মোটের কাজের কথা নয়?

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১২
Share: Save:

আপনি কি ভীষণ পিটপিটে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদে রোজ রোজ স্নান করেন বুঝি? বেশ সাবান মেখে, লুফা দিয়ে ঘসে ঘসে? এ সব করে ভাবছেন বুঝি হেব্বি সাফসুতরো থাকা গেল? আসলে পুরোটাই ভুল ভাবছেন। জানেন কি রোজ রোজ স্নান করাটাও মোটের কাজের কথা নয়?

স্নান করার সময় যে চারটে ভুল আমরা প্রায়ই করি-

স্নানের সময় মুখ ধোয়া

স্নানের সময় মুখ ধুলে কিন্তু ক্ষতিগ্রস্থ হতে পারে ত্বক। গরম জলে ভুলেও মুখ ধোবেন না। সব সময় চেষ্টা করবেন আলাদা করে ঠাণ্ডা জলে মুখ ধোওয়ার। ঠাণ্ডা জল মুখের ঔজ্জ্বল্য বাড়িয়ে তোলে।

পরিবেশ সম্পর্কে পিটপিটানি

অনেকে বাথ টবে বা মগ বালতি নিয়ে স্নান করার থেকে শাওয়ারের তলায় স্নান করার পরামর্শ দেন। তাঁদের যুক্তি শাওয়ারে স্নান করলে অনেক কম জল খরচ হয়। কিন্তু যারা খুব পিটপিটে হন তারা শাওয়ারেও ঘণ্টার পর ঘণ্টা স্নান করে যান। ফলে জল খরচ কমার বদলে ঢের বেড়ে যায়।

রোজ স্নান করা

রোজ স্নান না করা মানেই আপনি অপরিচ্ছন্ন এমনটা ভাবার কোনও কারণ নেই। আমাদের ত্বকে এমন অনেক ব্যাকটেরিয়া বাসা বাঁধে, যারা বেশ উপকারী। রোজ স্নান করলে সেই সব ব্যাকটেরিয়া মারা পড়ে। যার ফলে আখেরে ত্বকের বেশ ক্ষতি হয়। বাড়ে ইনফেকশনের সম্ভাবনাও।

লুফার ব্যবহার

স্যাঁতস্যাঁতে ভেজা লুফা আসলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর। অনেকটা ফার্টাইল পেট্রিডিশের মতো। যেখানে ব্যাকটেরিয়ারা বংশবিস্তার করে। যদি লুফা ব্যবহারে আপনার আসক্তি থাকে তাহলে রোজ সেটা ধুয়ে শুকিয়ে রাখুন।

আরও পড়ুন: জিমে যাওয়ার আগে যে খাবারগুলো খেতেই হবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE