ভারতীয় হেঁশেল আদা ছাড়া ভাবাই যায় না। নানা আমিষ-নিরামিষ পদে আদা পড়ে। তা ছাড়াও আদা চা, আদা ভেজানো জল, আদার আচার— নানা রকম ভাবে ব্যবহার হয় এই উপাদান। এর ঔষুধি গুণের কথা বহু যুগ ধরেই জানা ছিল ভারতীয়দের। অতিমারির পর বাকি দুনিয়াও সে কথা কিছুটা জেনেছে। পুষ্টিবিদরা প্রত্যেক দিন কোনও না কোনও ভাবে আদা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, দীর্ঘ দিন আদা ভাল রাখার উপায় কী। গোটা আদা একবারে ব্যবহার হচ্ছে, এমন ঘটনা সাধারণত খুব একটা দেখা যায় না। তাই অনেক সময়ে একটুখানি ব্যবহারের পর বাকি আদাটা খারাপ হয়ে যেতেই পারে।