টাকা পয়সার লেনদেন থেকে দূরে থাকা প্রিয়জনের সঙ্গে কথোপকথন, আধুনিক জীবনের প্রত্যেক স্তরেই জড়িয়ে গিয়েছে নেট মাধ্যম। কিন্তু নেট মাধ্যমের বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই মাধ্যম ব্যবহার করে নানা ধরনের প্রতারণাও। নেট মাধ্যমে ঘটে চলা প্রতারণার থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার শক্তিশালী পাসওয়ার্ড। কিন্তু জানেন কি অসচেতনতার ফলে অনেক ক্ষেত্রেই দুর্বল থেকে যায় এই পাসওয়ার্ড। আর এক বার পাসওয়ার্ড চুরি হয়ে গেলে, টাকা থেকে ব্যক্তিগত ছবি বা তথ্য, সবই হয়ে যেতে পারে বেহাত।