পুজোর প্ল্যান কী আপনার? রোজই প্রায় সকাল থেকে রাত পর্যন্ত টানা প্রোগ্রাম। সকালে বন্ধুদের সঙ্গে বেরিয়ে ঠাকুর দেখার পর লাঞ্চ। সন্ধেয় আরেক দলের সঙ্গে আড্ডা আর ডিনার। সময়ের অভাবে বাড়ি ফিরতে পারবেন কিনা ঠিক নেই। কিন্তু সকালের থেকে রাতের সাজ তো একটু অন্যরকম হতেই হবে। তার ওপর সারাদিন ঘোরার পর আয়নায় নিজের ক্লান্ত মুখ কল্পনা করলেই কান্না পাচ্ছে। চিন্তা নেই। মাঝে বাড়ি ফিরতে না পারলে রেস্তোরাঁ বা শপিং মলের ওয়াশরুমেই পাঁচ মিনিটে টাচ আপ করে ফ্রেশ হয়ে যান। শুধু মনে করে ব্যাগে রাখতে হবে কয়েকটা জিনিস।
কী কী রাখবেন- ওয়েট ওয়াইপ, ফেস ওয়াশ, বিবি ক্রিম, কাজল, লিপ গ্লস, হালকা ময়শ্চারাইজার বা টোনার, হেয়ার ব্রাশ, হালকা পারফিউম। ব্যস! এই কয়েকটা জিনিস থাকলেই কেল্লা ফতে।
কী করবেন- ফ্রেশ দেখাতে হলে প্রথমেই সকালের ক্লান্তি কাটানো দরকার। তাই ওয়াশরুমে ঢুকেই আগে ওয়েট টিস্যু দিয়ে ভাল করে মুখ মুছে নিন। যদি সকালে কাজল পরে অফিস যান তাহলে অবশ্যই কাজল পুরো পরিষ্কার করে তুলে নেবেন। সকালের ঘাঁটা কাজল থেকে গেল কিন্তু আপনাকে ক্লান্ত লাগতে বাধ্য। এ বার ঠান্ডা জলের ঝাপটায় মুখ ভাল করে ধুয়ে নিন। ত্বক যদি বেশি তৈলাক্ত হয় ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিত পারেন। তবে তারপর কিন্তু হালকা টোনার বা ময়শ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবেন। নাহলে কিন্তু ত্বক দেখতে শুষ্ক লাগতে পারে। আর শুষ্ক লাগলেই আপনাকে নির্জীব দেখাবে।