Advertisement
০৭ মে ২০২৪
Wifi

এ বার একশো গুণ বেশি স্পিডে ইন্টারনেট মিলবে এই ওয়াই-ফাই সিস্টেমে!

ওয়াই-ফাই প্রযুক্তিতে বিপ্লব আনছে নেদারল্যান্ডের আইনহোভেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এ বার নাকি চোখের পলকে ডেটা আদান প্রদান করা যাবে তাঁদের তৈরি অত্যাধুনিক ওয়াই-ফাই মডেমের মাধ্যমে।

একশোর বেশি স্পিড থাকবে এই প্রযুক্তিতে

একশোর বেশি স্পিড থাকবে এই প্রযুক্তিতে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ১২:৩৩
Share: Save:

ওয়াই-ফাই প্রযুক্তিতে বিপ্লব আনছে নেদারল্যান্ডের আইনহোভেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এ বার নাকি চোখের পলকে ডেটা আদান প্রদান করা যাবে তাঁদের তৈরি অত্যাধুনিক ওয়াই-ফাই মডেমের মাধ্যমে।

কেমন সেই স্পিড? তাঁদের মতে এখন এখনকার থেকে প্রায় ১০০ গুণ বেশি স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

ওয়াই-ফাইয়ের মাধ্যমে এক জনের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করলে, তার স্পিড অনেকটাই নেমে যায়। কিন্তু এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ৪০ গিগাবাইট স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই প্রযুক্তির সিস্টেম খুবই সাধারণ এবং প্রতিস্থাপন করাও সোজা। এই ডিভাইসে কিছু আলোর অ্যান্টেনা (লাইট অ্যান্টেনা) থাকবে যার মাধ্যমে ডেটা ট্রান্সফার করা যাবে। যদি সিলিংয়ে এটিকে আটকানো যায়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে কোনও কোণে, যে কোনও জায়গায় এই রশ্মি পৌঁছনোর ক্ষমতা রয়েছে।

আরও পড়ুন- এ বার শরীরে আঁকা ট্যাটু দিয়েই চালানো যাবে স্মার্টফোন

ঘরেতে ছড়িয়ে থাকা ওয়াই-ফাই রশ্মি কোনও ভাবে ক্ষতিকরাক নয় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কী ভাবে কাজ করবে এই রশ্মিগুলি? তাঁরা জানাচ্ছেন, আপনি যদি স্মার্টফোন বা ট্যাবলেটে ওয়াই-ফাই ব্যবহার করেন, এক জায়গা থেকে অন্য জায়গা গেলেও কোনও অসুবিধা নেই। এক রশ্মির আওতা থেকে বেরিয়ে গেলে অন্য রশ্মির সঙ্গে কানেক্ট হয়ে যাবে আপনার স্মার্টফোনে।

এখন আমরা যে ওয়াই-ফাইয়ে ইন্টারেন্ট ব্যবহার করি, তার রেডিও সিগন্যাল থাকে ২.৫ বা ৫ গিগা হার্ত্জ। আর এই নতুন প্রযুক্তির ওয়াই-ফাইতে আড়াই মিটার দূরত্ব থেকে সেকেন্ডে ৪২.৮ গিগাবাইট স্পিড পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WiFi High Speed Internet Light Antenna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE