Advertisement
২৫ ডিসেম্বর ২০২৫
Happiest Country

সুখের নিরিখেও পাকিস্তান-চিন পাশাপাশি, পিছিয়ে ভারত-বাংলাদেশ

সুখী গৃহকোণ। এই মুহূর্তে সবচেয়ে বেশি সুখ ভিড় করেছে নিশিথ সূর্যের দেশ নরওয়েতে। দ্য ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭-র তেমনটাই দাবি। ২০ মার্চ বিশ্ব সুখী দিবসে এ বারও রাষ্ট্রপুঞ্জ এই তালিকা প্রকাশ করল। তালিকায় এ বারও ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার তুলনায় ভাল জায়গায় আছে পাকিস্তান।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৩:০৭
Share: Save:
০১ ২০
নরওয়ে- এই দেশের নাগরিকরাই এখন বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী। নরওয়ের স্কোর ৭.৫৩৭।

নরওয়ে- এই দেশের নাগরিকরাই এখন বিশ্বের মধ্যে সবচেয়ে সুখী। নরওয়ের স্কোর ৭.৫৩৭।

০২ ২০
ডেনমার্ক - তিন বছর ধরে এই দেশ সুখের তালিকায় এক নম্বর ছিল। এ বারে এক থেকে দুই-এ নেমেছে ডেনমার্ক। স্কোর ৭.৫২২।

ডেনমার্ক - তিন বছর ধরে এই দেশ সুখের তালিকায় এক নম্বর ছিল। এ বারে এক থেকে দুই-এ নেমেছে ডেনমার্ক। স্কোর ৭.৫২২।

০৩ ২০
আইসল্যান্ড- ৭.৫০৪ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড।

আইসল্যান্ড- ৭.৫০৪ স্কোর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড।

০৪ ২০
সুইত্জারল্যান্ড- ৪ নম্বরে সুইত্জারল্যান্ড। তার স্কোর ৭.৪৯৪।

সুইত্জারল্যান্ড- ৪ নম্বরে সুইত্জারল্যান্ড। তার স্কোর ৭.৪৯৪।

০৭ ২০
কানাডা- ৭.৩১৬ স্কোর করে কানাডা রয়েছে ৭ নম্বরে।

কানাডা- ৭.৩১৬ স্কোর করে কানাডা রয়েছে ৭ নম্বরে।

০৮ ২০
নিউজিল্যান্ড- ৮ নম্বরে নিউজিল্যান্ড রয়েছে। সেই দেশের স্কোর ৭.৩১৪।

নিউজিল্যান্ড- ৮ নম্বরে নিউজিল্যান্ড রয়েছে। সেই দেশের স্কোর ৭.৩১৪।

০৯ ২০
অস্ট্রেলিয়া- ৭.২৮৪ স্কোর করে অস্ট্রেলিয়া সেরা দশ তালিকায় ৯ নম্বর স্থানে রয়েছে।

অস্ট্রেলিয়া- ৭.২৮৪ স্কোর করে অস্ট্রেলিয়া সেরা দশ তালিকায় ৯ নম্বর স্থানে রয়েছে।

১০ ২০
সুইডেন- সুইডেন রয়েছে ১০ নম্বরে। তার স্কোর ৭.২৮৪।

সুইডেন- সুইডেন রয়েছে ১০ নম্বরে। তার স্কোর ৭.২৮৪।

১১ ২০
ইজরায়েল- মধ্য এশিয়ার এক মাত্র দেশ সুখের তালিকায় বেশ ভাল জায়গায়। ১১ নম্বরে রয়েছে ইজরায়েল। স্কোর ৭.২১৪।

ইজরায়েল- মধ্য এশিয়ার এক মাত্র দেশ সুখের তালিকায় বেশ ভাল জায়গায়। ১১ নম্বরে রয়েছে ইজরায়েল। স্কোর ৭.২১৪।

১২ ২০
মার্কিন যুক্তরাষ্ট্র- গত বারের থেকে এক ধাপ নীচে নেমে গিয়ে ১৪ নম্বরে জায়গা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার স্কোর ৬.৯৯৩।

মার্কিন যুক্তরাষ্ট্র- গত বারের থেকে এক ধাপ নীচে নেমে গিয়ে ১৪ নম্বরে জায়গা পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার স্কোর ৬.৯৯৩।

১৩ ২০
চিন- সুখের তালিকায় ৭৯ নম্বর জায়গায় চিন। স্কোর ৫.২৭৩।

চিন- সুখের তালিকায় ৭৯ নম্বর জায়গায় চিন। স্কোর ৫.২৭৩।

১৪ ২০
পাকিস্তান- চিনের ঠিক পরেই পাকিস্তানের জায়গা। ৫.২৬৯ স্কোর করে ৮০ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।

পাকিস্তান- চিনের ঠিক পরেই পাকিস্তানের জায়গা। ৫.২৬৯ স্কোর করে ৮০ নম্বর স্থানে রয়েছে পাকিস্তান।

১৫ ২০
নেপাল- ৪.৯৬২ স্কোর করে নেপাল রয়েছে ৯৯তম স্থানে।

নেপাল- ৪.৯৬২ স্কোর করে নেপাল রয়েছে ৯৯তম স্থানে।

১৬ ২০
বাংলাদেশ- বাংলাদেশ ভারতের থেকে ১২ নম্বর উপরে রয়েছে সুখের তালিকায়। ৪.৬০৮ স্কোর করে ১১০ নম্বর স্থানে বাংলাদেশ।

বাংলাদেশ- বাংলাদেশ ভারতের থেকে ১২ নম্বর উপরে রয়েছে সুখের তালিকায়। ৪.৬০৮ স্কোর করে ১১০ নম্বর স্থানে বাংলাদেশ।

১৭ ২০
শ্রীলঙ্কা- ৪.৪৪০ স্কোর শ্রীলঙ্কা রয়েছে ১২০ তম স্থানে।

শ্রীলঙ্কা- ৪.৪৪০ স্কোর শ্রীলঙ্কা রয়েছে ১২০ তম স্থানে।

১৮ ২০
ভারত- প্রতিবেশী দেশগুলির থেকে ভারত অনেক পিছিয়ে সুখের তালিকায়। ১২২ নম্বর স্থানে রয়েছে ভারত। স্কোর ৪.৩১৫।

ভারত- প্রতিবেশী দেশগুলির থেকে ভারত অনেক পিছিয়ে সুখের তালিকায়। ১২২ নম্বর স্থানে রয়েছে ভারত। স্কোর ৪.৩১৫।

১৯ ২০
সিরিয়া- সবচেয়ে দুঃখী দেশের তালিকায় জাস্ট ৩ সিড়ি উপরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া (১৫২)। তার স্কোর ৩.৪৬২।

সিরিয়া- সবচেয়ে দুঃখী দেশের তালিকায় জাস্ট ৩ সিড়ি উপরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া (১৫২)। তার স্কোর ৩.৪৬২।

২০ ২০
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র- এই দেশের থেকে আর দুঃখী দেশ নেই এই মুহূর্তে। এমনই রিপোর্ট বলছে। আফ্রিকার এই দেশ (১৫৫) তালিকায় সবচেয়ে নীচে রয়েছে। স্কোর ২.৬৯৩। এর ঠিক উপরের দুই দেশও আফ্রিকার। ১৫৩ নম্বরের তানজানিয়া। ১৫৪ নম্বরে বুরুন্ডি।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র- এই দেশের থেকে আর দুঃখী দেশ নেই এই মুহূর্তে। এমনই রিপোর্ট বলছে। আফ্রিকার এই দেশ (১৫৫) তালিকায় সবচেয়ে নীচে রয়েছে। স্কোর ২.৬৯৩। এর ঠিক উপরের দুই দেশও আফ্রিকার। ১৫৩ নম্বরের তানজানিয়া। ১৫৪ নম্বরে বুরুন্ডি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy