Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Parenting

Childcare: শিশু খেতে না চাইলেও জোর করে খাওয়ান? কী হয় এর ফলে

কোনও শিশুকে জোর করে খাওয়ানো কি আদৌ ভাল?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২২ ১৯:৪০
Share: Save:

বহু বাড়িতেই এই সমস্যা রয়েছে। শিশুটি খেতে চায় না। মায়েরা চিন্তায় দিন কাটান। কোনও বাড়িতে বড়রা পরামর্শ দেন জোর করে না খাওয়াতে। কোথাও আবার উল্টোটাই করা হয়। জোর করেই খাওয়ানো হয় শিশুটিকে। এক বারে খেতে না চাইলে বার বার তাকে খাওয়ানো হয়।

কিন্তু কোনও শিশুকে জোর করে খাওয়ানো কি আদৌ ভাল?

১) শিশুকে জোর করে খাওয়ালে তারা ভাল ভাবে সেই খাবার চিবোয় না। ঝট করে তা গিলে ফেলার প্রবণতা দেখা দেয়। তাতে সেই খাবার গলায় লেগে বমি হওয়ার আশঙ্কা থাকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

২) খাবার ভাল ভাবে না চিবোলে তার পুষ্টিগুণও পায় না শরীর। অর্থাৎ, জোর করে খাবার খাইয়েও লাভ হয় না।

৩) খাবার ভাল ভাবে হজমও হয় না যদি তা ঠিক করে চিবিয়ে না খাওয়া হয়। ফলে হজমের গোলমাল দেখা দিতে পারে জোর করে খাওয়ালে।

৪) শিশু খেতে না চাওয়া মানে তার তখন খাবারের প্রয়োজন নেই। তখন যদি তাকে জোর করে খাওয়ানো হয়, তবে তার শরীরে অতিরিক্ত খাদ্য প্রবেশ করছে। তার থেকে ওজন বেশি বেড়ে যেতে পারে। রোজ রোজ এ ভাবে খাওয়ালে তৈরি হতে পারে অকারণে বেশি খাওয়ার অভ্যাসও।

৫) সবের উপরে আরও একটি সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আছে। রোজ জোর করলে খাবারের প্রতি অনীহাও তৈরি হতে পারে শিশুটির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parenting child Relationship Health Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE