বহু বাড়িতেই এই সমস্যা রয়েছে। শিশুটি খেতে চায় না। মায়েরা চিন্তায় দিন কাটান। কোনও বাড়িতে বড়রা পরামর্শ দেন জোর করে না খাওয়াতে। কোথাও আবার উল্টোটাই করা হয়। জোর করেই খাওয়ানো হয় শিশুটিকে। এক বারে খেতে না চাইলে বার বার তাকে খাওয়ানো হয়।
কিন্তু কোনও শিশুকে জোর করে খাওয়ানো কি আদৌ ভাল?
১) শিশুকে জোর করে খাওয়ালে তারা ভাল ভাবে সেই খাবার চিবোয় না। ঝট করে তা গিলে ফেলার প্রবণতা দেখা দেয়। তাতে সেই খাবার গলায় লেগে বমি হওয়ার আশঙ্কা থাকে।