শারদোৎসব সাবেকি পোশাক ছাড়া বেমানান। অথচ ভিড়ের মধ্যে হাঁপ ধরে যাবে এমন সাজও চলবে না। পুজোর মণ্ডপে ঘুরতে ঘুরতে প্রাণ ভরে শ্বাস নেওয়াও তো প্রয়োজন। চুড়িদার হালকা হলেও ফ্লোরাল প্রিন্টের ওড়নাটি ঋতাভরীর সাজে আলাদা মাত্রা যোগ করেছে। খোলা চুল, কানে চাঁদবালি, হাতে রঙিন চুড়ি— ছিমছাম সাজেই অনন্যা হয়ে উঠেছেন নায়িকা।
সপ্তমীর সকাল হোক কিংবা রাত, পুজোর সময় শাড়ি না পরলে সাজটা যেন অসম্পূর্ণ থেকে যায়। সপ্তমীর জন্য অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বেছে নিয়েছেন বেগনি রঙের সিল্কের শাড়ি। শাড়িতেও উষ্ণতা ছড়াচ্ছে নায়িকার সাজ। রুপোলি রঙের ডিপনেক ‘সব্যসাচী কাট’ ব্লাউজ়ের সঙ্গে বেগনি শাড়ির মেলবন্ধনে যেন অপরূপা হয়ে উঠেছেন কৌশানী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy