টুইটার-ফেসবুকের মতো ইনস্টাগ্রামেও ছবি শেয়ার করেন সেলিব্রিটিরা। কিন্তু এই ছবি শেয়ার নিছকই মনোরঞ্জনের জন্য নয়। নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডের ছবি পোস্ট করে রোজগারও করেন তারকারা। ছবিতে লাইকের সংখ্যা দিয়ে নির্ণয় হয় সেই টাকার পরিমাণ। গ্যালারির পাতায় দেখে নিন, এই জনপ্রিয় তারকারা কত টাকা আয় করেন ছবি পোস্ট করে।