উপার্জনের জন্যই হোক, কিংবা নিছক শখে, হালে অনেকেই নিজের ইউটিউব চ্যানেল তৈরি করছেন। বিশেষ করে করোনাকালে সময় কাটাতেই অনেকেই তৈরি করে ফেলেছেন এমন ভিডিয়ো-মাধ্যম। শখে বানানো হলেও সেগুলির অনেকগুলিই এখন রোজগারের মাধ্যমও হয়ে দাঁড়িয়েছে। তবে এই ধরনের ভিডিয়ো-মাধ্যম এগিয়ে নিয়ে যেতে দরকার ভাল ক্যামেরা।
অনেকেই ইউটিউব চ্যানেলের জন্য নতুন ক্যামেরা কেনার কথা ভাবছেন। কিন্তু কোন বিষয়গুলি দেখে এই কাজের জন্য ক্যামেরা কিনবেন?
• মিররলেস: সাধারণত মিররলেস ক্যামেরার ওজন অন্য ডিজিট্যাল এসএলআর ক্যামেরার চেয়ে কম। ফলে এতে ভিডিয়ো রেকর্ড করা তুলনায় সহজ।
• রেজোলিউশন: অনেকেই মনে করেন, যত বেশি রেজোলিউশনের ক্যামেরা, তত ভাল। কিন্তু মনে রাখা দরকার, ইউটিউব বা অন্য নেটমাধ্যমে মোবাইল ফোনেই বেশি মাত্রায় দেখা হয়। কম্পিউটার বা বড় পর্দায় এগুলি দেখার হার খুবই কম। ফলে খুব বেশি রেজোলিউশনের ক্যামেরা দিয়ে ভিডিয়ো রেকর্ড করে লাভ নেই।