Advertisement
১১ মে ২০২৪

কালাজ্বর রুখতে

কালাজ্বর অধ্যুষিত শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের সংক্রমিত এলাকায় বাসিন্দাদের বাড়ি সংস্কারের কাজে হাত দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের আর্থিক সহযোগিতায় ব্লক প্রশাসন ওই কাজ শুরু করল।

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৯
Share: Save:

কালাজ্বর অধ্যুষিত শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের সংক্রমিত এলাকায় বাসিন্দাদের বাড়ি সংস্কারের কাজে হাত দিল রাজ্য সরকার। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের আর্থিক সহযোগিতায় ব্লক প্রশাসন ওই কাজ শুরু করল। ব্লকের সইদাবাদ চা বাগান লাগোয়া কাশিয়াডাঙিতে প্রকল্পের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ফাঁসিদেওয়া, নকশালবাড়ি এবং খড়িবাড়িতে দীর্ঘদিন ধরেই কালাজ্বরের প্রকোপ রয়েছে। এর মধ্যে ফাঁসিদেওয়া মুনি ডিভিশন, জয়ন্তিকা চা বাগান, সইদাবাদ চা বাগান এবং পাহাড়গুমিয়া চা বাগানে ওই রোগের সংক্রমণ সর্বাধিক। বিভিন্ন কাঁচা ও পাকা বাড়ির বিভিন্ন ফাটলে বালি মাছি বাসা করে। সেখানে ডিমও পাড়ে। এগুলিই বাসিন্দাদের কামড়ায়। এতে কালাজ্বর ছড়ায়। তবে মাছিগুলি ৪ ফুট থেকে সাড়ে ৪ ফুটের বেশি উড়তে পারে না। সেই হিসাবে সংক্রমিত এলাকায় বাড়িগুলির শোওয়ার ঘরের দেওয়াল মেঝে এবং জানলা-দরজা সংস্কার করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশ থেকে কালাজ্বর নির্মূল করার প্রকল্প হাতে নিয়েছে। সেই হিসাবে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ একটি বিশেষ প্রকল্প তৈরি করে ফাঁসিদেওয়া ব্লক প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE