বৃষ্টি ভালবাসে না এমন মানুষ বোধ হয় নেই। তবে শিল্পীর কাছে সেই ভালবাসা হয়তো খানিকটা বেশিই। অনেকই ভাবেন, শহর ভিজলেই শিল্পীরা যেন আবেগপ্রবণ হয়ে পড়েন! এ কথা সত্যি না মিথ্যে, তা নিয়ে তর্কে না যাওয়াই ভাল। তবে এমন বহু শিল্পী রয়েছেন, যাঁরা তুলির আঁচড়ে বৃষ্টির বিভিন্ন রঙিন মুহুর্তকে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। তৈরি করেছেন ‘অমর চিত্রকথার’। কখনও তা ফুটে উঠছে শৈশবের কাগজের নৌকা হয়ে, কখনও বা বানভাসি স্মৃতিকথায়। বর্ষার মরশুমে এমনই কয়েকজন ভারতীয় শিল্পীর আঁকা ছবি নিয়ে হাজির হলাম আমরা, যেগুলির প্রেক্ষাপট কোনও বৃষ্টিভেজা দিন।
১. চন্দ্রবাবু – ‘ভারতীয় পথঘাট’
শিল্পী চন্দ্রবাবু বেঙ্গালুরুর বাসিন্দা। ছোটবেলায় বৃষ্টি হলে, তাঁর বাড়িতে জল জমে যেত। বর্ষায় তাঁর পরিবারের অর্ধেক সময় কেটে যেত সেই জল ঘর থেকে বের করতে। বাড়ি ভর্তি সেই জল দেখে ছোট্ট চন্দ্র যেন নিজেদের বাড়িটাকেই নৌকা ভেবে নিয়েছিলেন। বৃষ্টিকে ক্যানভাসে ফুটিয়ে তোলার মধ্যে তিনি খুঁজে পেতেন অপার আনন্দ। যে ছবিগুলি তাঁকে ফিরিয়ে নিয়ে যেত তাঁর শিশুবেলায়।