Advertisement
০৭ মে ২০২৪

শৌচাগারে মাদক নিতে বাধা দিয়ে খুন তরুণ

মা শ্যামলতার সঙ্গে দিল্লির নাঙ্গলোইয়ের ওই শৌচালয়ের দেখভাল করতেন রাহুল (২১)। শ্যামলতা জানান, কাল রাতে শৌচালয়ে ক’জনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন তিনি ও রাহুল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ১২:৩০
Share: Save:

ক’দিন আগে প্রকাশ্যে মূত্রত্যাগের প্রতিবাদ করে দিল্লিতে খুন হয়েছিলেন ই-রিকশাচালক বছর বত্রিশের রবীন্দ্র।

এ বারে শৌচাগারে মাদক নিতে বাধা দিতে গিয়ে খুন হলেন সেটির কেয়ারটেকার। ঘটনাস্থল সেই দিল্লিই!

দু’টি খুনের ঘটনাতেই দু’জন করে গ্রেফতার হলেও অপরাধের ছবিটা যে মোটে বদলাচ্ছে না, তা প্রমাণ হয়ে গেল গত কালের এই ঘটনায়।

মা শ্যামলতার সঙ্গে দিল্লির নাঙ্গলোইয়ের ওই শৌচালয়ের দেখভাল করতেন রাহুল (২১)। শ্যামলতা জানান, কাল রাতে শৌচালয়ে ক’জনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন তিনি ও রাহুল। তাঁরা বারণ করলে তখনকার মতো চলে যায় যুবকরা। তবে কিছু ক্ষণের মধ্যে ফিরে এসে চড়াও হয় মা-ছেলের উপরে। মাকে বাঁচাতে যান রাহুল। ওই যুবকরা রাহুলকে সামনে পেয়ে তাঁকে কোপাতে শুরু করে। রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সলমন ও শাহিদ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। যে ছুরি দিয়ে খুন করা হয়েছে, সেটিও থেকে উদ্ধার করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Murder drug মাদক খুন Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE