Advertisement
২৭ এপ্রিল ২০২৪

গাঁধীর চেয়ে বড় মোদী, মন্ত্রীর মন্তব্যে ঝড়

গাঁধীজিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে তোপের মুখে পড়লেন হরিয়ানার মন্ত্রী। খাদি ইন্ডিয়ার ক্যালেন্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে শুক্রবার বিস্তর সমালোচনা হলেও পরের দিনই হরিয়ানার মন্ত্রী এবং বিজেপি নেতা অনিল ভিজ দাবি করেন, গাঁধীজির ছবির বদলে মোদীর ছবি দিয়ে ভালই হয়েছে।

অনিল ভিজ

অনিল ভিজ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ০২:৪২
Share: Save:

গাঁধীজিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করে তোপের মুখে পড়লেন হরিয়ানার মন্ত্রী। খাদি ইন্ডিয়ার ক্যালেন্ডারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে শুক্রবার বিস্তর সমালোচনা হলেও পরের দিনই হরিয়ানার মন্ত্রী এবং বিজেপি নেতা অনিল ভিজ দাবি করেন, গাঁধীজির ছবির বদলে মোদীর ছবি দিয়ে ভালই হয়েছে।

পরে অবশ্য তড়িঘড়ি সেই মন্তব্য থেকে পিছু হটতে হয় অনিলকে। টুইট করে তিনি বলেন, ‘‘গাঁধীজিকে নিয়ে যে মন্তব্য করেছিলাম, সেটা একেবারেই ব্যক্তিগত অভিমত। কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি।’’

শনিবার প্রথমে অবশ্য অনিল ভিজকে বলতে শোনা গিয়েছিল, ‘‘গাঁধীজির নাম জড়ানোর পর থেকেই খাদির আর তেমন উন্নতি হয়নি। নোটেও গাঁধীর ছবি। তাই তার দামও পড়ে গিয়েছে। ধীরে ধীরে নোট থেকে ওঁর ছবি সরিয়ে দেওয়া উচিত। ক্যালেন্ডারে গাঁধীজির জায়গায় মোদীর ছবি দিয়ে ভালই হয়েছে। মোদী অনেক বড় ব্র্যান্ড। যে দিন থেকে তিনি খাদির সঙ্গে যোগ দিয়েছেন, ওদের বিক্রিবাটা ১৪ শতাংশ বেড়ে গিয়েছে।’’

অনিলের এই মন্তব্য নিয়েই শুরু হয় সমালোচনা। কংগ্রেসের তরফে বলা হয়, বিজেপি বরাবরই ঘৃণার রাজনীতি করে এসেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো গাঁধীজির স্মৃতি মুছে ফেলার চেষ্টায় রয়েছেন। দলের সহ-সভাপতি রাহুল গাঁধী টুইটারে বলেন, ‘‘হিটলার এবং মুসোলিনিও খুব শক্তিশালী ব্র্যান্ড ছিলেন।’’ কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘‘ব্রিটিশ শাসক যা করে গিয়েছে, বিজেপি তা-ই করছে। গাঁধীজিই ভারতের সব। বিজেপি নেতা-মন্ত্রীদের কাছ থেকেই একমাত্র এমন আপত্তিকর মন্তব্য আশা করা যায়।’’ গাঁধীর পরিবর্তে মোদীর চরকা কাটার ছবির প্রতিবাদে পশ্চিমবঙ্গে পথেও নামেন কংগ্রেস কর্মীরা। এ দিন নিউটাউনে তাঁরা মোদীর কুশপুতুল পোড়ান। অবিলম্বে খাদির ক্যালেন্ডার, ডায়েরি থেকে মোদীর ছবি সরানো দাবি জানিয়ে সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রতিবাদ-সভায় বলেন, ‘‘চরকা কাটার সঙ্গে গাঁধীর নাম ওতপ্রোত ভাবে জড়িত। মোদী যা করেছেন, তা শুধু গাঁধীর অপমান নয়, ভারতবাসীর অপমান।’’

ভিজের মন্তব্য থেকে নিজেদের দূরত্ব বজায় রেখে বিজেপি নেতা শ্রীকান্ত শর্মা বলেছেন, ‘‘বিজেপি এই মন্তব্যের তীব্র সমালোচনা করছে। এটা ওঁর ব্যক্তিগত মত। দলের অবস্থান নয়। গাঁধীজি আমাদের অনুপ্রেরণা।’’ ভিজ পাশে পাননি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকেও। তিনি বলেছেন, ‘‘অনিল ভিজ অভিজ্ঞ মন্ত্রী। বুঝেশুনেই মন্তব্য করেন। তবুও উনি যা বলেছেন, তার সঙ্গে আমাদের দলের কোনও সম্পর্ক নেই।’’ খাদি-বিতর্কে খট্টরের মন্তব্য, ‘‘পুরো কৃতিত্বই গাঁধীজির।’’ ভিজের সমালোচনায় সরব আরজেডি নেতা লালুপ্রসাদও, ‘‘খুবই দুর্ভাগ্যজনক। এরা সব দেশের অযোগ্য সন্তান।’’

গাঁধীজিকে নিয়ে এমন মন্তব্যে ব্যথিত তাঁর নাতির ছেলে তুষার গাঁধীও। তিনি বলেন, ‘‘নোট থেকে ওঁকে সরিয়ে দিলে ভালই হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anil Vij Haryana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE