Advertisement
০৩ মে ২০২৪
National News

দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দিলেন মৌসুমী চট্টোপাধ্যায়

বুধবার বিকেলে মৌসুমী বিজেপি সদর দফতরে পৌঁছন। তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে মৌসুমী চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে মৌসুমী চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১৯:১২
Share: Save:

বলিউডের বেশ কয়েকটা উজ্জ্বল বাঙালি মুখ এ বার বাংলা থেকে ভোটে লড়তে পারে বিজেপির টিকিটে— এই জল্পনা কয়েক দিন ধরেই চলছিল। রাজ্য বিজেপির এক শীর্ষনেতার সঙ্গে সম্প্রতি মুম্বইতে বৈঠকও হয়েছে কয়েকজন তারকার, জানা গিয়েছিল এমনও। সেই জল্পনার সত্যতা প্রমাণ করে বুধবার বিজেপি-তে যোগ দিলেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গিয়ে এ দিন গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন তিনি।

বুধবার বিকেলে মৌসুমী বিজেপি সদর দফতরে পৌঁছন। তাঁর সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। বৈঠকে বাংলার প্রতিনিধি হিসেবে ছিলেন মুকুল রায়, সায়ন্তন বসু এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও। ভোটে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে তিনি বিজেপি-তে যোগ দিচ্ছেন না— বৈঠকে মৌসুমী এমনই জানান বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। সায়ন্তন বসুর কথায়, ‘‘মৌসুমী চট্টোপাধ্যায় জানান যে, ব্যক্তিগত ভাবে তাঁর ভোটে দাঁড়ানোর ইচ্ছা নেই। কিন্তু দল যদি টিকিট দেয়, তা হলে তিনি লড়তেও প্রস্তুত।’’

রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকের পরে অমিত শাহের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে অভিনেত্রীর। কৈলাস-মুকুল-সায়ন্তনদের সঙ্গেই তিনি অমিত শাহের কাছে যান। আগামী ১১ ও ১২ জানুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কার্যকারিণীর যে বর্ধিত অধিবেশন বসছে, মৌসুমীকে সেই অধিবেশনে যোগ দিতে অমিত শাহ নিমন্ত্রণ করেছেন বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

আরও পড়ুন: ‘উড়ল’ রাফাল, স্পিকার বললেন, ‘বাচ্চে হো’! রাহুল-জেটলির বাগযুদ্ধে তপ্ত লোকসভা

আরও পড়ুন: রামের ‘অবমাননা’র অভিযোগ, ভগবানের বিরুদ্ধে মামলা

সপ্তাহখানেক আগে বাংলার এক প্রভাবশালী বিজেপি নেতার সঙ্গে মুম্বইতে বৈঠক করেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। তিনি এবং বলিউডের আরও কয়েকজন শীঘ্রই বিজেপি-তে যোগ দিতে পারেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে লড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল ওই বৈঠকের পর থেকেই। জল্পনার অনেকটাই যে সত্যি হতে চলেছে, বুধবার মৌসুমীর বিজেপিতে যোগদানেই তা প্রমাণ হয়ে গেল।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE