Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অশ্লীলতার অভিযোগে নিষিদ্ধ বই

বিরোধী দলনেতা তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন বলেন, ‘‘বইটি পড়লে আদিবাসী মেয়েদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে।’’

নিজস্ব সংবাদদাতা
রাঁচী শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৭ ০৩:৩৭
Share: Save:

অশ্লীলতার অভিযোগে আদিবাসী লেখকের বই নিষিদ্ধ করল ঝাড়খণ্ড সরকার। প্রায় দু’বছর আগে প্রকাশিত যুবা সাহিত্য অ্যাকাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক হাঁসদা সর্বেন্দ্র শেখর ‘আদিবাসী উইল নট ডান্স’ বইটিকে নিষিদ্ধ করার দাবিতে সম্প্রতি সরব হন রাজ্যের শাসক ও বিরোধী বিভিন্ন দল। সরব হয় বিভিন্ন আদিবাসী সংগঠনও। এই মিলিত দাবির ফলেই মুখ্যমন্ত্রী রঘুবর দাস সরকার বইটিকে নিষিদ্ধ করার পাশাপাশি তার সমস্ত কপি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন। পেশায় সরকারি চিকিৎসক হাঁসদাকে বিনা অনুমতিতে বই প্রকাশ করার জন্য আজ সাসপেন্ডও করা হয়েছে।

বিরোধী দলনেতা তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন বলেন, ‘‘বইটি পড়লে আদিবাসী মেয়েদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হবে।’’ তিনি মনে করেন বইটি নিষিদ্ধ করলেই হবে না, লেখকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দশটি গল্পের সংকলন এই বইটি। মূল অভিযোগ, এই ইংরাজি বইটিতে আদিবাসী মেয়েদের মর্যাদাহানী করা হয়েছে। কর্মরত হাঁসদা আজ ফোনে বলেন, লেখা তিনি চালিয়েই যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Book Banned abusiveness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE