Advertisement
২৬ এপ্রিল ২০২৪
আমলা স্তরে বড় রদবদল
Central Government

পদোন্নতি অপূর্বর, মেয়াদ বাড়ল স্বাস্থ্যসচিবের

অপূর্বর পদোন্নতির পরে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গকে অস্বস্তিতে ফেলার জন্যই কি তাঁকে পুরস্কৃত দেওয়া হল?

অপূর্ব চন্দ্র

অপূর্ব চন্দ্র

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০৩:৫১
Share: Save:

দেশজুড়ে করোনা সংক্রমণ এবং লকডাউন পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় আমলা স্তরে বড় মাপের রদবদল করল নরেন্দ্র মোদী সরকার। রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটির বৈঠকে আমলাস্তরে একাধিক গুরুত্বপূর্ণ রদবদলের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে যে আন্তর্মন্ত্রক কেন্দ্রীয় দলটি সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়েছিল, তার কলকাতার দলটির নেতৃত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব অপূর্ব চন্দ্রের পদোন্নতি। পশ্চিমবঙ্গের করোনা মোকাবিলা এবং পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবকে গত শুক্র এবং শনিবার রাজ্যকে বিঁধে একাধিক চিঠি পাঠিয়েছেন তিনি। কেন্দ্রীয় এই আমলার চিঠি ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন মাত্রা নিয়েছে। সেই অপূর্ব চন্দ্রকে প্রতিরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব থেকে বিশেষ সচিব করা হল। পশ্চিমবঙ্গ ক্যাডারের আমলা ইন্দিবর পাণ্ডেরও এ দিন পদোন্নতি হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের অতিরিক্ত সচিব থেকে বিশেষ সচিব হয়েছেন তিনি।

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামাল দিতে হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদানের আগামী ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা থাকলেও তাঁকে আরও তিন মাস ওই পদে রেখে দেওয়া হল। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) দুই আধিকারিককে দুটি বড় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে পিএমও-র অতিরিক্ত সচিব গুজরাত ক্যাডারের অফিসার এ কে শর্মাকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প মন্ত্রকের সচিব করা হয়েছে। লকডাউনে ধুঁকতে থাকা অর্থনীতিতে প্রাণ ফেরাতে নিতিন গডকড়ীর অধীনে এই মন্ত্রকটি আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। প্রধানমন্ত্রীর দফতরের আর এক অতিরিক্ত সচিব তরুণ বজাজ নতুন আর্থিক বিষয়ক সচিবের দায়িত্ব পাচ্ছেন। তিনি অতনু চক্রবর্তীর জায়গায় এলেন। বর্তমান আর্থিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তীরও ৩০ এপ্রিল অবসর নেওয়ার কথা। অনেকেই ভেবেছিলেন, প্রীতি সুদানের মতো গুজরাত ক্যাডারের এই বঙ্গসন্তানের অবসরের মেয়াদও বাড়ানো হবে। কিন্তু তা হয়নি। এ দিন অপূর্বর পদোন্নতির পরে প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গকে অস্বস্তিতে ফেলার জন্যই কি তাঁকে পুরস্কৃত দেওয়া হল? কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের একটি সূত্রে জানানো হয়েছে, অপূর্ব চন্দ্র, ইন্দিবর পাণ্ডে, তরুণ বজাজ এঁরা সকলেই ১৯৮৮ ব্যাচের আমলা। গত ১৩ এপ্রিল এঁদের সকলকেই সচিব পর্যায়ের তালিকাভুক্ত করা হয়েছে। সে কারণেই আজ তাঁরা সচিব পদমর্যাদা পেয়েছেন।

শিক্ষা ক্ষেত্রেও এ দিন আমলাস্তরে রদবদল হয়েছে। করোনার জেরে গোটা দেশে শিক্ষা ব্যবস্থা এক রকম বিপর্যস্ত। একাধিক বোর্ডের পরীক্ষা শেষ হয়নি। এই পরিস্থিতিতে গুজরাত ক্যাডারের আইএএস অনিতা কারওয়ালকে সিবিএসই-র চেয়ারপার্সনের দায়িত্ব থেকে সরিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে স্কুল শিক্ষা দফতরের সচিব করা হল। স্কুল পর্যায়ে নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরির গুরুদায়িত্ব এখন তাঁর কাঁধেই।

আরও পড়ুন: লকডাউন থেকে পরিযায়ী শ্রমিক, আজ মোদীর কথা মুখ্যমন্ত্রীদের সঙ্গে

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Central Government Bureaucrats Coronavirus in India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE