Advertisement
১১ মে ২০২৪
Coronavirus

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত কাল পর্যন্ত দেশে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অবশ্য বলছে, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৭।

কোঝিকোড়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড়। ছবি: পিটিআই।

কোঝিকোড়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মার্চ ২০২০ ০৪:০৫
Share: Save:

নোভেল করোনাভাইরাসের দাপট কমছে না। প্রাণহানি এবং সংক্রমণ বেড়েই চলেছে। রাজস্থান এবং কর্নাটকে কোভিড-১৯ আক্রান্ত দু’জন আজ মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে দেশে সংক্রমণের সংখ্যা পৌঁছেছে ৭২৪-এ। কেন্দ্র আজ জানিয়েছে, করোনা মোকাবিলায় পরিকাঠামোগত কোনও ত্রুটি রাখা হবে না। উত্তরপ্রদেশে আজ ১৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দেশের কিছু জায়গায় জুম্মার নমাজে জমায়েত নিয়ে কেন্দ্র অসন্তোষ প্রকাশ করেছে।

কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গত কাল পর্যন্ত দেশে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অবশ্য বলছে, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১৭।

আজ কর্নাটকের টুমকুরে মারা যান ৬৫ বছরের এক বৃদ্ধ। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু জানিয়েছেন, মৃত ব্যক্তি করোনা-আক্রান্ত ছিলেন। তিনি অতীতে কখনও বিদেশে যাননি। গত ৭ মার্চ দিল্লি গিয়েছিলেন। টুমকুর ফেরেন ১৪ মার্চ। দিন কয়েক পরে করোনার উপসর্গ দেখা দিলে ২৩ মার্চ তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, গত কালও ওই ব্যক্তি ভাল ছিলেন। ওয়ার্ডে ঘুরে বেড়িয়েছেন। আজ সকালে মারা যান। এর আগে কর্নাটকের কলবুর্গী ও বেঙ্গালুরুতে দু’জনের মৃত্যু হয়েছিল।

রাজস্থানের ভীলওয়াড়ায় গত কাল রাতে ৬০ বছরের এক প্রৌঢ় মারা গিয়েছেন। তিনি করোনা-আক্রান্ত হলেও তাঁর হদ্‌যন্ত্র এবং কিডনির সমস্যা ছিল। রাজস্থানের অতিরিক্ত মুখ্যসচিব (স্বাস্থ্য) রোহিতকুমার সিংহ বলেন, ‘‘চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তির একাধিক উপসর্গ ছিল।’’ এই নিয়ে রাজস্থানে করোনা সংক্রমণে দু’জনের মৃত্যু হল। মুম্বইয়ে এক বেসরকারি হাসপাতালে আজ ৮৫ বছরের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সম্প্রতি তাঁর দুই আত্মীয় ব্রিটেন থেকে এসেছেন। ফলে সন্দেহ, তিনিও কোভিড-১৯-এ মারা গিয়েছেন।

কেন্দ্র আজ জানিয়েছে, যে সব কেন্দ্রীয় বিদ্যালয় খালি পড়ে রয়েছে, সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে করোনা আইসোলেশন সেন্টার করা হবে। যাত্রিবাহী ট্রেনের কিছু কামরাকে আইসোলেশন সেন্টার, এমনকি, আইসিইউয়ে রূপান্তরিত করা হতে পারে। পশ্চিম রেলে পরীক্ষামূলক ভাবে এই কাজ শুরু হবে। ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডকে ৩০ হাজার ভেন্টিলেটর কেনার নির্দেশ দেওয়া হয়েছে। একটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকেও ১০ হাজার ভেন্টিলেটর তৈরির বরাত দেওয়া হয়েছে। ১০০ দিনের কাজে ১১,৪৯৯ কোটি টাকা বকেয়া রয়েছে, তা দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক দিনের বেতন করোনা-ত্রাণে দেওয়ার জন্য কর্মীদের আবেদন করেছে রেল। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ভারতীয় গবেষকেরা করোনাভাইরাসের আণুবীক্ষণিক ছবি প্রকাশ করেছেন। ৩০ জানুয়ারি কেরলে এক করোনা আক্রান্তের নমুনা থেকে ওই ছবি পাওয়া গিয়েছে।

আজ দেশের অনেক জায়গাতেই করোনা-বিধি মেনেই জুম্মার নমাজ পড়া হয়েছে। তবে কেন্দ্র বলেছে, লকডাউনের সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার-সহ কোনও জায়গায় ধর্মীয় জমায়েত চলবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপ করতে হবে। করোনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে আজই বেঙ্গালুরুর এক কর্মীকে বরখাস্ত করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। লকডাউনের আগে যাঁরা বিদেশ থেকে ফিরেছেন, তাঁদের উপরে রাজ্যগুলিকে নজরদারি বাড়াতে বলেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। বেশি করোনা সংক্রমণ হয়েছে এমন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যপাল ও উপরাজ্যপালদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে আজ বৈঠক করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছিলেন উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নায়ডুও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE