Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

১০০% ঋণ শোধ করে দেব, ‘দুঃসময়’-এ অর্থমন্ত্রীকে প্রস্তাব বিজয় মাল্যর

প্রায় ৯০০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ পরিশোধ না করে দেশ ছেডে ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন বিজয় মাল্য। তাঁর প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত।

কোন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ব্যাঙ্কের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন কিংফিশার কর্তা বিজয় মাল্য। —ফাইল চিত্র

কোন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ব্যাঙ্কের সমস্ত পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন কিংফিশার কর্তা বিজয় মাল্য। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ মার্চ ২০২০ ১৭:৪৫
Share: Save:

সারা বিশ্বের সঙ্গে ভারতও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। দেশ জুড়ে চলছে তিন সপ্তাহের লকডাউন। প্রতিদিন দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিপুল আর্থিক সঙ্কটের মুখে দেশের অর্থনীতি। এমনই দুঃসময়ে ফের নিজের একশো শতাংশ দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন লিকার ব্যারন বিজয় মাল্য। দেশে লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে নির্মলা সীতারামনের উদ্দেশে তিনি লিখেছেন, ‘‘আশা করি দেশের এই দুঃসময়ে অর্থমন্ত্রী আমার আর্জি মেনে নেবেন।’’ লকডাউনের নিয়মকানুন মেনে তাঁর সংস্থাগুলিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ বলেও জানিয়েছেন কিংফিশার কর্ণধার। যদিও অর্থমন্ত্রী বা তাঁর মন্ত্রক থেকে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বর্তমানে তিনি ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন। তাঁর প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। অন্য দিকে বিজয় মাল্যও ব্রিটেনের একটি হাইকোর্টে প্রত্যর্পণের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পাশাপাশি আগেও নানা ভাবে ব্যাঙ্কের দেনা পরিশোধের বার্তা দিয়েছেন মাল্য। ফের একই প্রস্তাব।

টুইটারে মাল্য লিখেছেন, ‘‘কিংফিশার সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছে বারবার সেই টাকার ১০০ শতাংশ ফেরত দেওয়ার জন্য আমি বার বার প্রস্তাব দিয়েছি। কিন্তু ব্যাঙ্ক বা ইডি কোনও কর্তৃপক্ষই অ্যাটাচ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেননি। আশা করি এই দুর্দিনে অর্থমন্ত্রী আমার কথা শুনবেন।’’

আরও পড়ুন: নতুন করে নিজামউদ্দিনের ৩৫ জন আক্রান্ত, মৃত ৯, বাড়ছে উদ্বেগ

আরও পড়ুন: কবে বেরবে করোনার টিকা, ওষুধ? এখনও অন্ধকারে চিকিৎসক-বিজ্ঞানীরা

লকডাউন নিয়ে মাল্যর বক্তব্য, ‘‘ভারত সরকার যা করেছে সেটা অভাবনীয়। আমরা সেটাকে শ্রদ্ধা জানাই। আমার সব সংস্থাই পরিষেবা বন্ধ রেখেছে। সমস্ত উৎপাদনও বন্ধ।’’ একই সঙ্গে সংস্থাগুলির জন্য সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছেন কিংফিশার কর্তা। লিখেছেন, ‘‘আমাদের কর্মীদের বাড়ি পাঠাইনি এবং বসিয়ে রেখে মাইনে দিচ্ছি। সরকারের সাহায্য করা উচিত।’’

দেশবাসীর প্রতি সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিয়ে মাল্যর টুইট, ‘‘ঘরে থাকুন এবং বাড়ির সদস্য ও পোষ্যদের সঙ্গে আনন্দ করুন। আমিও সেটাই করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE