Advertisement
১১ মে ২০২৪
Keshubai Patel

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই পটেল

গত মাসে করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন ৯২ বছরের কেশুভাই। বৃহস্পতিবার শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কেশুভাই পটেল। —ফাইল চিত্র

কেশুভাই পটেল। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
গাঁধীনগর শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২০ ১৪:৫১
Share: Save:

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই পটেল। গত মাসে করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন ৯২ বছরের কেশুভাই। বৃহস্পতিবার শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

সেপ্টেম্বরে কেশুভাইয়ের এক পরিচারকের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। সেই কারণে কোভিড টেস্ট করা হয় কেশুভাইয়েরও। প্রথমে অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসার পর আরটিপিসিআর পরীক্ষাতেও করোনা সংক্রমণ ধরা পড়ে বর্ষীয়ান কেশুভাইয়ের দেহে। তবে বড় কোনও শারীরিক সমস্যা না থাকায় বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। এ দিন শ্বাসকষ্ট বেড়ে যায়।

বিজেপি থেকে প্রথমে ১৯৯৫ সালের ১৪ মার্চ গুজরাতের মুখ্যমন্ত্রী হন কেশুভাই। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিদ্রোহ ঘোষণা করেন শঙ্করসিন বাঘেলা। বিজেপি থেকে বেরিয়ে আলাদা দল গঠন করেন তিনি। ফলে সাত মাসের মাথায় সরকার পড়ে যায়। পরে ১৯৯৫ সালে ফের মুখ্যমন্ত্রী হন কেশুভাই। ১৯৯৮ সালে ফের সরকার ভেঙে যায়। তবে ফের নির্বাচিত হয়ে ২০০১ সাল পর্যন্ত তিনি ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। ২০১২ সালে বিজেপি ছেড়ে নিজের দল গুজরাত পরিবর্তন পার্টি গঠন করেন কেশুভাই।

আরও পড়ুন: মারা গেলেন জঙ্গলমহলের চিকিৎসক নেতা এবং প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা

আরও পড়ুন: গঠিত বিশেষজ্ঞ কমিটি, দেশের সবাই টিকা পাবেন, আশ্বাস প্রধানমন্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Keshubhai Patel Death Gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE