Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুপ্রিম কোর্টে জামিন খারিজ লালু প্রসাদের

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ লালুর আইনজীবী কংগ্রেস নেতা কপিল সিব্বলকে জানান, একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলেই তাঁকে জামিন দেওয়া যাচ্ছে না।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০২:০৭
Share: Save:

পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদের জামিনের আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনের প্রচারে তিনি যোগ দিতে পারবেন না। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ আজ লালুর আইনজীবী কংগ্রেস নেতা কপিল সিব্বলকে জানান, একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলেই তাঁকে জামিন দেওয়া যাচ্ছে না।

গত ৪৪ বছরে এই প্রথম কোনও নির্বাচনী প্রচারে হাজির থাকবেন না আরজেডি সভাপতি। জামিনের আবেদন খারিজ হতেই টুইটারে দু’পাতার চিঠি লেখেন তিনি। তাতে সংবিধান বাঁচানো এবং বিজেপিকে হারানোর আবেদন জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। লালুর সাজা একত্রে না আলাদা ভাবে চলবে, তা হাইকোর্ট ঠিক করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সিবিআইয়ের দাবি, পশুখাদ্য মামলায় সাড়ে ২৭ বছরের জেল হওয়ার পরে গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত হাসপাতালের বিশেষ ওয়ার্ডে ৮০ জন নেতার সঙ্গে দেখা করেছেন লালু।

আজ কোথায় কোথায় ভোট, দেখে নিন

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fodder Scam Lalu Prasad Yadav Supreme Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE