Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কংগ্রেসের বিরুদ্ধে চড়া সুর অখিলেশের

আজ দলের ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করতে গিয়ে অখিলেশ কংগ্রেস-বিরোধিতা আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন। তাঁর মতে, কংগ্রেস এবং বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ০৪:২৪
Share: Save:

উত্তরপ্রদেশে বহুজন সমাজপার্টির (বিএসপি) সঙ্গে জোটের পরেও কংগ্রেসের প্রতি নরমই ছিলেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। কিন্তু প্রিয়ঙ্কা গাঁধী বঢরা পূর্ব-উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই কংগ্রেসের বিরুদ্ধে সরব হচ্ছেন এসপি প্রধান। আজ দলের ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করতে গিয়ে অখিলেশ কংগ্রেস-বিরোধিতা আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন। তাঁর মতে, কংগ্রেস এবং বিজেপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

সাংবাদিক বৈঠকে আজ এক প্রশ্নের উত্তরে প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘যা বিজেপি তাই কংগ্রেস, যা কংগ্রেস তাই বিজেপি। এদের মধ্যে কোনও ফারাক নেই। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।’’

হিন্দি বলয়ের সব চেয়ে বড় রাজ্যে ৮০টি আসনের মধ্যে এসপি-বিএসপি-আরএলডির মহাজোট সনিয়া এবং রাহুল গাঁধীর বিরুদ্ধে কোনও প্রার্থী দেয়নি। সপ্তাহ দুয়েক আগে কংগ্রেসও সৌজন্যের খাতিরে জানিয়েছিল, তারা মহাজোটের হেভিওয়েটদের বিরুদ্ধে প্রার্থী দেবে না। এ প্রসঙ্গে অখিলেশের টুইট, ‘‘আমি এবং মায়াবতী কংগ্রেসের সাহায্য চাই না।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এসপির ‘ভিশন ডকুমেন্টে’-এ ‘মহাপরিবর্তন’-এর প্রতিশ্রুতি দিয়ে বলা হয়েছে, এসপি ক্ষমতাসীন হলে সেনাবাহিনীতে যাদবদের জন্য রেজিমেন্ট হবে। একই সঙ্গে

অখিলেশ জানিয়েছেন, উচ্চবর্ণের মধ্যে যাঁদের সম্পত্তির পরিমাণ আড়াই কোটি টাকার বেশি, তাঁদের থেকে অতিরিক্ত দুই শতাংশ কর আদায় করা হবে। যুবকদের কর্মসংস্থান তৈরিতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে এসপি প্রধান বলেন, ‘‘ওরা বলে রোজগারের সুযোগ করে দেবে। আর ওরাই টাকা কেড়ে নিচ্ছে।’’ এসপির ‘ভিশন ডকুমেন্ট’-এ কৃষিঋণ মকুব, মহিলাদের সমান সুযোগ এবং তাঁদের জন্য মাসিক পেনশন তিন হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE