Advertisement
২৬ এপ্রিল ২০২৪
lok sabha election 2019

লোকসভা নির্বাচনে লড়তে রাজি নন, দলকে জানালেন মনমোহন

নির্বাচনে পঞ্জাব থেকে ভোটে দাঁড়াতে আপত্তি রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। পঞ্জাবে মারাত্মক জনপ্রিয়তা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর

মনমোহন সিংহ। ফাইল চিত্র।

মনমোহন সিংহ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৪:৩০
Share: Save:

নির্বাচনে পঞ্জাব থেকে ভোটে দাঁড়াতে আপত্তি রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। পঞ্জাবে মারাত্মক জনপ্রিয়তা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। অমৃতসর থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাজ্য কংগ্রেসের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছিল। তবে তিনি ভোটে লড়তে ইচ্ছুক নন, দলীয় সূত্রের খবর এমনটাই।

মনমোহন সিংহকে লড়ার অনুরোধ জানিয়েছিলেন পঞ্জাবের কংগ্রেস নেতৃত্ব। তিনি অমৃতসর থেকে ভোটে দাঁড়ালে রাজ্যবাসী খুশি হবেন বলেও জানিয়েছিল দল। কিন্তু সংবাদ সংস্থার খবর অনুযায়ী, দলকে ইতিবাচক উত্তর দেননি ছিয়াশি বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী।

রবিবার বিকেল ৫টায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ, রাজ্যের দলীয় প্রধান সুনীল জাখর ও পঞ্জাবের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক আশা কুমারী মনমোহনের বাসভবনে দেখা করেন তাঁর সঙ্গে। অমৃতসর থেকে তাঁকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধও করা হয়।

আরও পড়ুন: চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি, ঠিক কী কী করা যাবে না জানেন?​

মনমোহন সিংহকে লোকসভায় লড়ার অনুরোধ এই প্রথম নয়। ২০০৯ লোকসভা নির্বাচনেও ভগ্ন স্বাস্থ্যের কারণে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি তিনি। ২০১৪ লোকসভা নির্বাচনে অমৃতসর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, যদিও অমরিন্দর সিংহের কাছে পরাজিত হন তিনি। অমরিন্দর সিংহ বর্তমানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: এ বারের ভোটের জরুরি এই তথ্যগুলি জেনে রাখুন​

১৯৯১ থেকে অসমের রাজ্যসভার সাংসদ মনমোহন সিংহ। চলতি বছরের ১৪ জুন তাঁর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে।

লোকসভা নির্বাচন নিয়ে এই তথ্য জানতেন?

অসমে আসন্ন রাজ্যসভা নির্বাচনে মনমোহন সিংহকে পুনর্নির্বাচিত করার মতো সংখ্যা নেই কংগ্রেসের। সে ক্ষেত্রে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের মতো দলের সমর্থন নিতে হবে কংগ্রেসকে। ১৯৯৯ সালে দক্ষিণ দিল্লি থেকে লড়েছিলেন মনমোহন। সে বারে তিনি বিজেপির ভি কে মলহোত্রর কাছে পরাজিত হন।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, স্বামীকে ফোনে না পেয়ে টুইট সুষমার

নির্বাচন কমিশন ঘোষিত তালিকায় পঞ্জাবে ভোট পর্ব সপ্তম দফায়। ১৯ মে ভোটের দিন ঘোষিত হয়েছে। তাই পঞ্জাব থেকে কংগ্রেসের হয়ে কে দাঁড়াবেন, সেই তালিকা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE