Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জখমদের পাশে ভাইবোন

হঠাৎ ব্যারিকেড গেল ভেঙে। হুড়মুড়িয়ে কিছু মানুষ পড়ে গেলেন রাস্তায়। থামতে না-পেরে তাঁদের মাড়িয়েই চলে গেলেন কেউ কেউ।

রোড-শোয়ের ফাঁকে ভক্তের সঙ্গে। নিজস্ব চিত্র

রোড-শোয়ের ফাঁকে ভক্তের সঙ্গে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৯ ০৪:১৬
Share: Save:

গাড়িতে ছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। সামনে একটা খোলা ট্রাকে চিত্রসাংবাদিকেরা।

কেরলের ওয়েনাড আসন থেকে মনোনয়ন পেশ করার পরে কলপেট্টার সরু রাস্তা দিয়ে এগোচ্ছিল কংগ্রেস সভাপতির কনভয়। রোড-শো দেখতে দু’পাশের ব্যারিকেডে তখন আছড়ে পড়ছে ভিড়। চলন্ত ট্রাক থেকে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধি সেই সব ছবিই তুলছিলেন।

হঠাৎ ব্যারিকেড গেল ভেঙে। হুড়মুড়িয়ে কিছু মানুষ পড়ে গেলেন রাস্তায়। থামতে না-পেরে তাঁদের মাড়িয়েই চলে গেলেন কেউ কেউ। এ দিকে সামনে মানুষ এসে পড়ায় আচমকা প্রচণ্ড জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমের ট্রাকটা। সেই ঝাঁকুনিতে ট্রাক থেকে রাস্তায় পড়ে গেলেন জনা পাঁচেক চিত্রসাংবাদিক। দেখা গেল, তাঁদের মধ্যে দু’জনের ভালই চোট লেগেছে। এ দিকে ব্যারিকেড ভেঙে এক জন সাধারণ সমর্থকও বেশ জখম।

রাহুলের গাড়িও তখন থেমে গিয়েছে। নেমে পড়লেন ভাইবোন। স্ট্রেচারে তুলে নেওয়া হল তিন জখমকে। একটি স্ট্রেচার ধরলেন রাহুল নিজে। সেই স্ট্রেচারে শোয়া চিত্রসাংবাদিকের জুতো খুলে গিয়েছিল। দেখা গেল, তাঁকে অ্যাম্বুল্যান্সের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন সেই জুতোজোড়া প্রিয়ঙ্কার হাতে। ভিড়ের মধ্যে হাত থেকে এক পাটি জুতো পড়েও গেল রাস্তায়। নিচু হয়ে প্রিয়ঙ্কা আবার কুড়িয়ে নিলেন জুতোটা। সন্ধের মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল সেই ভিডিয়ো।

ক’দিন আগে দিল্লিতে পথ দুর্ঘটনায় জখম এক সাংবাদিককে নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে এম্সে ভর্তি করেছিলেন রাহুল। তার আগে নিজের হাতে শুশ্রূষা করেছিলেন গাড়িতে। এর পরে অযোধ্যায় প্রিয়ঙ্কার সভায় জখম হন সাধারণ এক সমর্থক। ইন্দিরা গাঁধীর বাঁধানো ছবি প্রিয়ঙ্কাকে দিতে যাচ্ছিলেন তিনি। ধাক্কাধাক্কিতে সেই ছবি ভেঙে কাচ ঢুকে যায় তাঁর হাতে। প্রিয়ঙ্কা ওষুধ লাগিয়ে, ব্যান্ডেজ বেঁধে তাঁকে অ্যাম্বুল্যান্সে পাঠিয়ে দেন। আজ কলপেট্টা থেকে নাগপুরে যাওয়ার পরেও টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাহুল।

রাহুল-প্রিয়ঙ্কার এ দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কেরলের বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালাকে। তিনি বলেন, ‘‘আমাদের দলের নেতারা মানবিকতার কথা শুধু মুখেই বলেন না, হাতে-কলমে তা অভ্যাস করেন। এই ঘটনাই তারই প্রমাণ।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

গোলাপি শাড়ি পরা বেঁটেখাটো এক বৃদ্ধা আজ রোড শোয়ের সময়ে হাত নাড়ছিলেন রাস্তার ধারে দাঁড়িয়ে। তাঁকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে আসেন কংগ্রেস সভাপতি। কথা বলেন। বৃদ্ধা জানান, বন্যায় ঘরবাড়ি ভেঙে গিয়েছে। কিন্তু তাঁদের এলাকার বাসিন্দারা কোনও সাহায্য পাচ্ছেন না। বিষয়টি দলের নেতাদের দেখতে বলেন রাহুল। ফের গাড়িতে উঠে যাওয়ার আগে জড়িয়ে ধরেন বৃদ্ধাকে। পরে টুইটারে লেখেন, ‘‘ওয়েনাডের মানুষের ভালবাসায় আজ আমি অভিভূত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE