Advertisement
০২ মে ২০২৪
National News

জুতসই জবাব দেব বিজেপিকে, হুঁশিয়ারি শত্রুঘ্ন সিন্‌হার

কয়েকটি টুইটে বিজেপিতে নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বের ফের কড়া সমালোচনা করেছেন শত্রুঘ্ন।

শত্রুঘ্ন সিন্‌হা। - ফাইল ছবি।

শত্রুঘ্ন সিন্‌হা। - ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৫:৪০
Share: Save:

বিজেপিকে জুতসই জবাব দেওয়ার জন্য তিনি তৈরি বলে জানালেন দলের বিক্ষুব্ধ সাংসদ অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা। তাঁর লোকসভা নির্বাচনী কেন্দ্র বিহারের পটনা সাহিবে বিজেপি এ বার টিকিট দেয়নি শত্রুঘ্নকে। প্রার্থী করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে। তারই প্রেক্ষিতে বিক্ষুব্ধ বিজেপি সাংসদ শনিবার তাঁর টুইটে লিখেছেন, ‘‘নিউটনের তৃতীয় সূত্রটা মনে করুন। প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। আপনারা আর আপনাদের লোকজন (বিজেপি নেতৃত্ব ও সমর্থকরা) যা যা করেছেন, এখনও পর্যন্ত সে সব মেনে নিয়েছি। এ বার বুঝিয়ে দেব একই ভাবে আমি সেটাকে ফিরিয়ে দিতে পারি। আর সেটা আমি করেও দেখাব।’’

কয়েকটি টুইটে বিজেপিতে নরেন্দ্র মোদী-অমিত শাহের নেতৃত্বের ফের কড়া সমালোচনা করেছেন শত্রুঘ্ন। কেন লালকৃষ্ণ আডবাণীর মতো প্রবীণ অভিজ্ঞ নেতাকে রাজনীতি থেকে কৌশলে সরিয়ে দেওয়া হল, সেই প্রশ্নটাও উস্‌কে দিয়েছেন। লিখেছেন, ‘‘আডবাণীর মতো এক জন নেতাকে সরিয়ে তাঁর কেন্দ্রে (গাঁধীনগর) যাঁকে প্রার্থী করা হয়েছে, সেই বিজেপি সভাপতি (অমিত শাহ) আডবাণীর মতো সর্বমান্য, সর্বজনশ্রদ্ধেয় নেতা নন। ভাবমূর্তি বা ব্যক্তিত্ব, কোনওটাতেই আডবাণীর সঙ্গে মানানসই নন বিজেপি সভাপতি। আডবাণী আমাদের পিতৃপ্রতিম। এটা ইচ্ছাকৃত ভাবে, জোরজবরদস্তির মাধ্যমে করা হয়েছে। দেশের সাধারণ মানুষ এটা মেনে নেননি।’’

শত্রুঘ্নর কটাক্ষ, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডলে নামের আগে ‘চৌকিদার’ শব্দটি জুড়ে দেওয়ার পর অরুণ জেটলি, রবিশঙ্কর প্রসাদ-সহ অন্য বিজেপি নেতারাও তাঁদের টুইটার হ্যান্ডলে নামের আগে ওই শব্দটি জুড়ে দিয়েছেন।’’ শত্রুঘ্ন কিন্তু তাঁর টুইটার হ্যান্ডলে নামের আগে ‘চৌকিদার’ শব্দটি জোড়েননি।

২০১৪ সালে বিজেপির টিকিটে বিহারের পটনা সাহিব লোকসভা আসনে জয়ী হয়ে সাংসদ হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বহু বার প্রকাশ্যে তোপ দাগেন শত্রুঘ্ন।

আরও পড়ুন- পটনা সাহিব থেকে বিজেপি প্রার্থী রবিশঙ্কর প্রসাদ! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন- কংগ্রেসের হয়েই কি নির্বাচন লড়বেন শত্রুঘ্ন? জল্পনা রাজনৈতিক মহলে​

শুধু বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্নই নন, আডবাণীকে রাজনীতিতে ব্রাত্য করে তোলার বিষয়টি যে তারা মেনে নেয়নি, তা বুঝিয়ে দিয়েছে এনডিএ-র অন্যতম শরিক দল শিবসেনাও। বিজেপির সিদ্ধান্তের সমালোচনা করে শিবসেনার দলীয় মুখপত্র ‘সামনা’য় লেখা হয়েছে, ‘‘আডবাণীর আসন থেকে যাবে বিজেপির সেরা নেতা হিসেবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE