Advertisement
০৮ মে ২০২৪

প্রতিবেশী রাজ্যেও ভোটে লড়বে তৃণমূল

বাংলার সীমানায় যে সব রাজ্য আছে, সেখানেও লোকসভা নির্বাচনে লড়াই করবে তৃণমূল। বুধবার পুরুলিয়ার সভা থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৩০
Share: Save:

বাংলার সীমানায় যে সব রাজ্য আছে, সেখানেও লোকসভা নির্বাচনে লড়াই করবে তৃণমূল। বুধবার পুরুলিয়ার সভা থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সভায় উপস্থিত কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আগামী দিনে আমরা ঝাড়খণ্ডে অনেকগুলি লোকসভা আসনে লড়াই করব। বিধানসভাতেও লড়াই করব। ঝাড়খণ্ড সীমানা থেকে আসা কর্মীদের বলছি, রাজনৈতিক কর্মসূচি শুরু করুন। আমার সঙ্গে কথা বলার দরকার নেই। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান ও বীরভূমে ঝাড়খণ্ডের সীমানা রয়েছে।’’

মুখ্যমন্ত্রী আরও জানান, মেদিনীপুর লাগোয়া ওড়িশাতেও নির্বাচনে লড়ার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। অসমেও প্রার্থী দেওয়া হবে। তাঁর বক্তব্য, ‘‘অসমে বাঙালি খেদাও, বিহারি খেদাও চলছে। প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে আমারা সম্পর্ক ভাল করতে চাই। ঝাড়খণ্ডের আদিবাসীদের উপরে জুলুম হলে, বাংলা থেকে আমরা যাব।’’ তিনি জানান, কিছুদিন আগে ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি দখল হয়ে যাচ্ছিল, তখন তৃণমূল সেখানে গিয়ে আদিবাসীদের জন্য লড়াই করেছে। আগামী দিনেও করবে। তাঁর হুঁশিয়ারি, ‘‘যাঁরা ঝাড়খণ্ড থেকে এসে বাড়াবাড়ি করছেন, তাঁরা জেনে রাখুন, আগে নিজের রাজ্যে মানুষকে পরিষেবা দিন। ঝাড়খণ্ডের মানুষ কিচ্ছু পায় না। খুব দুঃখে রয়েছে। আগামী দিনে ঝাড়খণ্ডে বিজেপি একটিও আসন পাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Mamata Banerjee BJP Lok Sabha Election 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE