Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Well of the house

ওয়েল ঘেরার বিরোধী স্পিকার

লোকসভায় স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের আসনের সামনের অংশটিকেই ওয়েল বলে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২১ ০২:২৯
Share: Save:

নতুন সংসদ ভবন তৈরি হবে। সেখানেও কি বিরোধীরা প্রতিবাদ জানাতে লোকসভা বা রাজ্যসভার ওয়েল-এ নেমে এসে সংসদ অচল করে দিতে পারবেন? লোকসভার স্পিকার ওম বিড়লার সামনে প্রস্তাব এসেছিল, সাংসদেরা যাতে ওয়েলে নেমে আসতে না-পারেন, তার জন্য ওয়েলের চারপাশ ঘিরে দেওয়া যেতে পারে। এমনকি ওয়েল উঁচু করেও দেওয়া যেতে পারে। কিন্তু স্পিকার সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন বলে সূত্রের খবর।

লোকসভায় স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের আসনের সামনের অংশটিকেই ওয়েল বলে। নিজেদের আসন থেকে প্রতিবাদে লাভ না-হলে সাংসদেরা ওয়েলে নেমে আসেন। এখানেই বসে দুই কক্ষের সচিবালয়ের অফিসারেরা কাজ করেন। লোকসভার সচিবালয় সূত্রের খবর, সচিবালয়ের আমলারা বলেছিলেন, অনেক দেশেই ওয়েল উঁচু করে দেওয়া হয়েছে। ফলে সেখানে গিয়ে সাংসদদের পক্ষে সংসদ অচল করা সম্ভব হয় না। কিন্তু স্পিকার তা খারিজ করে দিয়ে জানান, বিরোধিতা গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। স্পিকারের কন্যা অঞ্জলি চলতি সপ্তাহেই আইএএস-এর জন্য ইউপিএসসি-র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমলাদের পরামর্শ খারিজ করে দিয়ে স্পিকার বলেছেন, এখন যে ব্যবস্থা রয়েছে, তা-ই বজায় থাকা উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Well of the house Rajya Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE