Advertisement
০২ মে ২০২৪

সৌন্দর্যহানি বরদাস্ত নয়: সুপ্রিম কোর্ট

পাহাড়-পর্বত-শিলার সৌন্দর্যহানি এবং প্রকাশ্য স্থান নোংরা করা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, দু’সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য  তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ নাজ়ির এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৯ ০৫:৫৮
Share: Save:

রাজনৈতিক দলের বিজ্ঞাপন, স্লোগানের মাধ্যমে প্রকাশ্য স্থানের সৌন্দর্যহানি করা যাবে না বলে শুক্রবার তামিলনাড়ু সরকারকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

পাহাড়-পর্বত-শিলার সৌন্দর্যহানি এবং প্রকাশ্য স্থান নোংরা করা আটকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, দু’সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ নাজ়ির এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। সুপ্রিম কোর্ট বলেছে, ‘‘রাজনৈতিক দলের বিজ্ঞাপন এবং স্লোগানের মাধ্যমে প্রকাশ্য স্থান এবং জনগণের সম্পত্তির সৌন্দর্যহানি বরদাস্ত করা হবে না।’’ লোকসভা ভোটের আগে শীর্ষ আদালতের এই রায়ের ফলে তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলি অসুবিধার মুখে পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

একটি আবেদনের ভিত্তিতে এর আগে ১১ জানুয়ারি কেন্দ্র এবং তামিলনাড়ু সরকারকে নোটিস পাঠিয়ে কোর্ট জানতে চেয়েছিল রাস্তার ধারে রাজনৈতিক দলের ডিজিটাল ব্যানার বসানো নিয়ন্ত্রণ করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? আবেদনটি করেছিল একটি দাতব্য সংস্থা। রাজনৈতিক পোস্টার, বিভিন্ন দলের বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন প্রকাশ্য জায়গা, রাস্তা, রাস্তার ধারের গাছ, জাতীয় ও রাজ্য সড়ক জবরদখল রুখতে আর্জি জানিয়েছিল তারা।

গত ১৯ ডিসেম্বর একটি অন্তবর্তী নির্দেশে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছিল, রাস্তার ধারে ডিজিটাল ব্যানার লাগানোর বিভিন্ন নিয়ম এবং কোর্টের নির্দেশ রয়েছে। সেই সব নির্দেশ এবং নিয়ম মেনেই রাজনৈতিক দলকে রাস্তার ধারে ডিজিটাল ব্যানার লাগাতে হবে। রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে, কোর্টের নির্দেশ এবং নিয়ম মানা হচ্ছে। কোর্ট বলেছিল, এই ধরনের ব্যানারে পথচারী, বিশেষ করে দু’চাকার গাড়িচালকদের অসুবিধা হয়। ব্যানার লাগানোর ক্ষেত্রে কোর্টের নির্দেশ প্রয়োগে গাফিলতির জন্য অসন্তোষও প্রকাশ করেছে হাইকোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Tamil Nadu Hoarding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE