Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঝাবুয়ায় এখনও অধরা অভিযুক্ত

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে আদা-জল খেয়ে লেগেছে পুলিশ। রাজেন্দ্র কাসওয়া নামে ওই ব্যক্তির খোঁজ দিলে ১ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

বিস্ফোরণে নিহত বাবার শেষকৃত্যে। আমদাবাদে রবিবার। ছবি: রয়টার্স।

বিস্ফোরণে নিহত বাবার শেষকৃত্যে। আমদাবাদে রবিবার। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০২
Share: Save:

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে আদা-জল খেয়ে লেগেছে পুলিশ। রাজেন্দ্র কাসওয়া নামে ওই ব্যক্তির খোঁজ দিলে ১ লক্ষ টাকা পুরস্কার পাওয়া যাবে বলে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

পুলিশ জানায়, বাড়ির এক তলার গুদামে মজুত থাকা বিস্ফোরক ফেটেই শনিবার দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত তাতে মৃতের সংখ্যা প্রায় নব্বই। আহত একশোরও বেশি। পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক রাজেন্দ্র কাসওয়া ঘটনার পর থেকে পলাতক।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, গত দশ বছর ধরে বাড়িটিতে রাজেন্দ্র বেআইনি ভাবে বিস্ফোরকের গুদামটি চালাচ্ছিলেন। খনি-সহ বিভিন্ন ক্ষেত্রে খোঁড়াখুড়ির কাজে বিস্ফোরক সরবরাহের ব্যবসা ছিল তাঁর। পুলিশ সূত্রের খবর, বছর আটেক আগে রাজেন্দ্রর ভাই শান্তি লাল একটি বিস্ফোরণে মারা গিয়েছিলেন। তবে সেই ঘটনা সংক্রান্ত বিশেষ কোনও তথ্য পাওয়া যায়নি। রবিবার অতিরিক্ত পুলিশ সুপার সিমা আলভা বলেন, ‘‘রাজেন্দ্রর পরিবারকে জেরা করা হয়েছে। তিনি কোথায়, তা কেউ বলতে পারেননি।’’

এ দিন মন্ত্রিসভার এক সদস্যকে সঙ্গে নিয়ে হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। পরে ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তাঁদের ঘেরাও করেন। লাগাতার স্লোগানের মধ্যেই গাফিলতির অভিযোগ এনে জেলাশাসক অরুণা গুপ্তের পদত্যাগ দাবি করেন তাঁরা। মিনিট পনেরো বিক্ষুব্ধ জনতার বক্তব্য শুনে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই বলেছিল রাজ্য সরকার। এ দিন মুখ্যমন্ত্রী সেই টাকার অঙ্ক বাড়িয়ে ৫ লক্ষ করেছেন।

ঘটনার জেরে আজ ঝাবুয়ার পেতলাওয়াড়ের সব দোকানপাট বন্ধ রাখা হয়। সিল করে দেওয়া হয়েছে বিস্ফোরকের গুদামটি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল, যে আশপাশের দু’টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারদিকের দোকান ও বাড়িঘর। এমন ঘটনা যাতে ফের না ঘটে, তা নিশ্চিত করতে নির্দিষ্ট জায়গা ছাড়া যেখানে সেখানে বিস্ফোরক মজুত করা যাবে না বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE