Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অসমের সঙ্গে সম্পর্কে ইতি মনমোহনের

প্রদেশ কংগ্রেস রাজ্যসভা ভোটে কোনও প্রার্থী না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। ১২৬ সদস্যের অসম বিধানসভায় কংগ্রেসের বিধায়ক ২৫। বিজেপির বিধায়ক ৬১। জোট শরিক অগপ-র ১৪ জন বিধায়ক।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৮ মে ২০১৯ ০২:৫২
Share: Save:

অসমের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের তিন দশকের ‘সম্পর্ক’-এ দাঁড়ি পড়ছে। অসম থেকে রাজ্যসভার পাঁচ বারের সাংসদ মনমোহনের মেয়াদ শেষ হচ্ছে। সেই আসনে ভোট ৭ জুন। কিন্তু ওই আসনে কংগ্রেস প্রার্থীর জয় অসম্ভব। সে কারণেই তাঁকে আর প্রার্থী করা হচ্ছে না।

প্রদেশ কংগ্রেস রাজ্যসভা ভোটে কোনও প্রার্থী না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে। ১২৬ সদস্যের অসম বিধানসভায় কংগ্রেসের বিধায়ক ২৫। বিজেপির বিধায়ক ৬১। জোট শরিক অগপ-র ১৪ জন বিধায়ক। অপর শরিক বিপিএফের বিধায়ক ১২। অর্থাৎ এনডিএর মোট বিধায়ক ৮৭। ফলে খালি হতে চলা দু’টি আসন দখল করতে তাদের সমস্যা হবে না। একটি আসনে বিজেপি প্রাক্তন লোকসভা সাংসদ তথা চা-জনগোষ্ঠীর নেতা কামাখ্যা প্রসাদ তাসাকে প্রার্থী করছে। দ্বিতীয় আসনটি ছাড়া হচ্ছে শরিক অগপকে।

গত কাল দিল্লিতে অগপ ও বিজেপির মধ্যে আলোচনার পরে অগপ সভাপতি অতুল বরা ও রাজ্যের অর্থমন্ত্রী তথা নেডা জোটের চেয়ারম্যান হিমন্তবিশ্ব শর্মা জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অগপ নেতা বীরেন্দ্রপ্রসাদ বৈশ্য একটি আসনে প্রার্থী হচ্ছেন। হিমন্ত জানান, অপর আসনটিতে প্রার্থী হবেন কামাখ্যাবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manmohan Singh Assam Rajya Sabha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE