Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ভোটের দিন আগাম বলে বিতর্কে মনোজ

দু’সপ্তাহ আগের এই ভিডিয়োটি আজ কেজরীবালের দল সামনে এনেছে।

মনোজ তিওয়ারি।

মনোজ তিওয়ারি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০২:২১
Share: Save:

দিল্লিতে বিধানসভা ভোট ৮ ফেব্রুয়ারি। সদ্য গত কালই নির্বাচন কমিশন এটি ঘোষণা করেছেন। কিন্তু দু’সপ্তাহ আগেই ভোটের এই দিনটি নির্ভুল ভাবে ঘোষণা করে দিয়েছিলেন দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি!

গত বছর ২১ ডিসেম্বর টিভি সাক্ষাৎকারে মনোজকে প্রশ্ন করা হয়েছিল, হরিয়ানাতেও প্রত্যাশিত ফল হয়নি বিজেপির। মহারাষ্ট্রেও রাজ্য হাতছাড়া হয়েছে। ফলে অরবিন্দ কেজরীবাল তো নিজেকে দিল্লির ‘দাবাং’ মনে করছেন? জবাবে মনোজ তিওয়ারি বলেন, ‘‘কে দাবাং, সেটা তো ৮ ফেব্রুয়ারিই জানা যাবে।’’

দু’সপ্তাহ আগের এই ভিডিয়োটি আজ কেজরীবালের দল সামনে এনেছে। আপ নেতাদের বক্তব্য, ‘‘বিজেপিই কী করে বারবার ভোটের দিন আগাম বলে দিতে পারে? এর আগেও বিজেপির তথ্য-প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য কর্নাটক বিধানসভা ভোটের তারিখ আগাম ঘোষণা করে দিয়েছিলেন। এ নিয়ে বিতর্ক হওয়ায় পরে তিনি যুক্তি দেন, সংবাদমাধ্যম থেকে জেনেছেন। আর এই ভিডিয়োতে তো স্পষ্ট দেখা যাচ্ছে, মনোজ তিওয়ারি অনেক আগেই দিল্লি ভোটের তারিখ জানতেন!’’

আপের মতে, আসলে এতেই বোঝা যাচ্ছে, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে বিজেপির কতটা বোঝাপড়া রয়েছে। কিন্তু এখন এই নিয়ে অভিযোগ জানাতে হলে সেটি কমিশনের বিরুদ্ধেই যাবে। বিজেপির অবশ্য যুক্তি, গোটা ভিডিয়োটি ঠিকমতো দেখলে বোঝা যাবে, মনোজ আসলে পাঁচ বছর আগে ভোটের দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ভবিষ্যৎবাণী করেছেন মাত্র।

যদিও মনোজকে যখন প্রশ্ন করা হয়, ভোটের দিন কী করে জানলেন তিনি? নির্বাচন কমিশন জানিয়েছে? বিজেপি নেতাটি কিছুটা থতমত খেয়ে যান। বোঝানোর চেষ্টা করেন, নিছক আন্দাজেই ভবিষ্যৎবাণী করেছেন, ‘‘গত বারে ভোট ৭ ফেব্রুয়ারি হয়েছিল। এ বারে ৮ হবে ধরে নিয়েছি। ৮ না হলে ১৪ ফেব্রুয়ারি হবে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE