Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

কেরলে এল বর্ষা, বাংলায় ঢুকছে জুনেই

দেশে তো প্রবেশ করল, তবে এ বাংলায় বর্ষার আগমন কবে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি দিয়ে বাংলায় বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ১৫:৩৫
Share: Save:

নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা এল দেশে। মঙ্গলবার কেরলে ঢুকে পড়ল বর্ষা। কথা ছিল, ১ জুন দেশের মাটিতে আছড়ে পড়বে তা। তবে তার দিন তিনেক আগেই, এ দিন কেরলে প্রবেশ করল বর্ষা।

এ দিন সকালে নয়াদিল্লির মৌসম ভবন বিজ্ঞপ্তি জারি করে দেশে বর্ষার প্রবেশের কথা জানিয়েছে। বর্ষার মরসুমে আগামী মাস চারেক বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

দেশে তো প্রবেশ করল, তবে এ বাংলায় বর্ষার আগমন কবে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি দিয়ে বাংলায় বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরোপুরি ভাবে বর্ষা আসার কথা রয়েছে ১০ জুন। সাধারণত, কেরলে ঢোকার সপ্তাহখানেকের মধ্যে বাংলায় বর্ষা আসে। ফলে চলতি বছরেও স্বাভাবিক সময়েই আসবে বর্ষা।

আরও পড়ুন
স্বামীর মাইনে কত টাকা? জানার অধিকার রয়েছে স্ত্রী-র

এ দিনের বিজ্ঞপ্তিতে বর্ষার প্রবেশ ছাড়াও কেরল, লক্ষদ্বীপ এবং তামিলনাড়ুতে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। কেরল ছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব আরব সাগরের কিছু অংশ, মলদ্বীপ, কন্যাকুমারী, আন্দামান ও নিকোবরের একাংশ এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগোবে বর্ষা।

আরও পড়ুন
৩০ ও ৩১ মে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগাতে পারে এটিএম-ও

দেশের দক্ষিণ ভাগে বর্ষার আগমনে স্বস্তি মিললেও উত্তরের মানুষজন দাবদাহের প্রভাবে প্রবল অস্বস্তিতে। গোটা উত্তর ভারত জুড়েই এখন চলছে প্রবল গরম। পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় এবং দিল্লিতে প্রায় লু-এর মতো পরিস্থিতি। আগামী কয়েক দিনের মধ্যে এই আবহাওয়া বদলের সম্ভাবনাও কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়লেও তা নিয়ে এর আগে বেশ আশঙ্কাতে ছিলেন আবহবিদদের একাংশ। চলতি বছরে গ্রীষ্মের প্রবল দাপট না থাকায় তাঁদের ধারণা ছিল, মৌসুমী বায়ুর দাপট তেমনটা হবে না। তবে সম্প্রতি আরব সাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় হয়ে আছ়়ড়ে প়ড়ায় শক্তি বাড়ে মৌসুমী বায়ুর। তাতেই আশার আলো দেখছেন আবহবিদরা। সব কিছু ঠিকঠাক থাকলে স্বাভাবিক সময়ে অর্থাৎ আগামী ১০ জুন এ বাংলায় দেখা দিতে পারে বর্ষার মেঘ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weather Rain Rainy Season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE