Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সারমেয় বাঁচাতে ট্রেন থামালেন চালক!

লাইনের উপর একটা সারমেয় দেখতে পান চালক পি সি মীনা। প্রথমে হর্ন বাজিয়ে সারমেয়টিকে সরানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। তখন ট্রেন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মীনা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১০:২৭
Share: Save:

ঘড়িতে তখন বেলা পৌনে ২টো।

জনবহুল পশ্চিম মুম্বইয়ের চার্চগেট স্টেশন। স্টেশনে ঢোকার কিছু আগে আচমকা ট্রেন থামিয়ে দেন চালক। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও হঠাত্ ট্রেন থেমে যাওয়ায় তত ক্ষণে শুরু হয়ে গিয়েছে ফিসফাস। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করতেও শুরু করেছিলেন। তখনই দেখা যায়, এক যাত্রী ট্রেন থেকে নেমে লাইন ধরে এগিয়ে যাচ্ছেন ট্রেনের সামনের দিক। এর পরেই স্পষ্ট হয়ে যায় ট্রেন থামার আসল কারণ।

কি ছিল কারণ?

আরও পড়ুন: ৫ হাজার টাকায় এক একটা পেঁপে বেচেছেন রাম রহিম!

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লাইনের উপর একটা সারমেয় দেখতে পান চালক পি সি মীনা। প্রথমে হর্ন বাজিয়ে সারমেয়টিকে সরানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু, তাতে কোনও কাজ হয়নি। তখন ট্রেন থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মীনা। ট্রেন থামার পর একজন যাত্রী লাইনে নেমে সারমেয়টিকে সরিয়ে দেন।

আরও পড়ুন: বিশ্বসেরা অক্সফোর্ড, প্রথম ২৫০-এ নেই কোনও ভারতীয় বিশ্ববিদ্যালয়

বিষয়টি নিয়ে পশ্চিম রেলের পক্ষ থেকে এখনই কোনও মন্তব্য করা হয়নি। তবে, প্রশ্ন উঠছে, এ ভাবে সিগন্যাল সবুজ থাকার সময় চালক ট্রেন থামাতে পারেন কি না, তা নিয়ে। ট্রেন থামিয়ে মীনা আদতে কোনও আইন ভেঙেছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে, আইনি বা বেআইনি যাই হোক মীনা এখন কার্যত ‘সুপার হিরো’। এমন কাজ করার জন্য মীনা এবং ওই যাত্রীর প্রশংসা করেছেন উপস্থিত অন্যান্য যাত্রীরা। যদিও নিজের প্রশংসা শুনতে নারাজ মীনা। সংবাদ সংস্থা পিটিআইকে স্রেফ বলেন, ‘‘আমি তেমন কিছু করিনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Public Transport Indian Rail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE