Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Amit Shah

অসমের সশস্ত্র আন্দোলনকে স্তিমিত করবে নব্য ভক্তিবাদ: শাহ

ইতিমধ্যেই নব্য ভক্তি আন্দোলনকে উৎসাহ দিতে ৮ হাজার ‘নামঘর’-কে আড়াই লক্ষ টাকা করে অনুদান দিয়েছে সরকার।

অমিত শাহ। ফাইল চিত্র

অমিত শাহ। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ১৭:৩২
Share: Save:

২০২১ সালে বিধানসভা নির্বাচন মাথায় রেখে অসম সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফরের প্রথম দিনের ভাষণে উঠে এল অসমের সশস্ত্র আন্দোলন, বড়োল্যান্ডের দাবি থেকে আরও অনেক কিছু। তিনি বললেন, ‘‘অসমে নতুন করে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয়েছে। যে আন্দোলন অসমের তরুণ-তরুণীদের সশস্ত্র সংগ্রামের পথ থেকে ভক্তি মার্গে ফিরিয়ে আসবে।’’

ইতিমধ্যেই নব্য ভক্তি আন্দোলনকে উৎসাহ দিতে ৮ হাজার ‘নামঘর’-কে আড়াই লক্ষ টাকা করে অনুদান দিয়েছে সরকার। সেগুলির মাধ্যমে নতুন অসম গড়ে উঠবে বলে মত অমিতের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘‘একটা সময় ছিল, যখন বিচ্ছিন্নতাবাদীরা রাজ্যে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু ক্রমে তাঁরা মূলস্রোতে ফিরে এসেছেন এবং অসমের উন্নতিতে যুক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় সাফল্য হল বড়োল্যান্ডের চুক্তি। যেখানে এতদিন পর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ৮০ শতাংশ পোলিং বুথে এক ফোঁটাও রক্তপাত হয়নি।’’ কামরূপ জেলার আমিনগাঁওয়ের সভা থেকে এ ভাবেই ‘নব্য অসমের রূপরেখা’ তৈরির কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

২০২১ সালের নির্বাচন নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে অমিতকে। বলেছেন, ‘‘সোনওয়াল-হিমন্ত জুটির সাফল্যে ভরসা রাখছে বিজেপি। তাঁরা অসমে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন।’’

শুক্রবার মধ্যরাতে গুয়াহাটি বিমানবন্দরে অমিত পৌঁছনোর পর ছিল বিপুল আয়োজন। সেখানে নাচ, গানের মাধ্যমে অমিতকে স্বাগত জানানো হয়। মধ্যরাতেই টুইট করে অভ্যর্থনা জানানোর অনুভুতির কথা লেখেন অমিত। তারপর, শনিবারের সভা থেকেও অসমের সেই প্রথাগত ভক্তি আন্দোলন ও ইতিহাসের কথা বারবার ফিরে ফিরে আসে তাঁর কথায়। তিনি বলেন, ‘‘শ্রীমন্ত শঙ্করদেবের ধারাকে অসমে ফিরিয়ে আনার সময় হয়েছে। এর মাধ্যমে এক নতুন অসমের সূত্রপাত হতে পারে।’’ পাশাপাশি, অসমের দীর্ঘদিনের সাংসদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ তাঁর সময়কালে এই রাজ্যের জন্য কিছুই করেননি বলে অভিযোগও করেন অমিত।

আরও পড়ুন: ‘কবর দেব’, মধ্যপ্রদেশে মাফিয়াদের বার্তা শিবরাজের

আরও পড়ুন: দিল্লিতে কেউ কেউ আমাকে গণতন্ত্র শেখাচ্ছেন, রাহুলকে খোঁচা মোদীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP Assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE