Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ধসে বিচ্ছিন্ন উত্তর সিকিম

গত রবিবার থেকে তুংসুংয়ের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ধস নামায় উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে রাস্তা পরিষ্কারের কাজ চললেও বড় ধস হওয়ায় এখনও তা সম্পূর্ণ করে উঠতে পারেনি তারা। ফলে মঙ্গলবারও উত্তর সিকিমের ভ্যালি অব ফ্লাওয়ার-ইয়ূম থাং, লাচুংয়ের মতো এলাকার সঙ্গে গ্যাংটক বিচ্ছিন্ন হয়েই রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৫৫
Share: Save:

গত রবিবার থেকে তুংসুংয়ের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে ধস নামায় উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে রাস্তা পরিষ্কারের কাজ চললেও বড় ধস হওয়ায় এখনও তা সম্পূর্ণ করে উঠতে পারেনি তারা। ফলে মঙ্গলবারও উত্তর সিকিমের ভ্যালি অব ফ্লাওয়ার-ইয়ূম থাং, লাচুংয়ের মতো এলাকার সঙ্গে গ্যাংটক বিচ্ছিন্ন হয়েই রয়েছে।

সোমবার রাত থেকে ফের কয়েক দফায় বৃষ্টির জেরে এ দিন ভোর থেকে পূর্ব সিকিমে ছাঙ্গু এবং দক্ষিণ সিকিমে নামচি, সিংথাম যাতায়াতের রাস্তাও ধসে বন্ধ হয়ে যায়। বেলা ১টা নাগাদ নামচি, লা বাংলা যাতায়াতের রাস্তা পরিষ্কার করা গেলেও ছাঙ্গুর রাস্তা পরিষ্কার করা যায়নি। ছাঙ্গুর উদ্দেশে রওনা হয়েও তাই অনেক পর্যটককে মাঝপথ থেকে ফিরে আসতে হয়েছে। আবহাওয়ার জন্যও অনেকে বার হতে চাইছেন না। তবে বিআরও জওয়ানরা নাথুলা সীমান্তের যাতায়াতের ওই রাস্তা জওহরলাল নেহেরু মার্গ রোডের ধস সরিয়ে পরিষ্কারের কাজ করে চলেছেন। ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সম্রাট সান্যাল বলেন, ‘‘জাতীয় সড়কের ধস বড় থাকায় তা সরিয়ে রাস্তা সাফ করতে সময় লাগছে বলেই মনে হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE