Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুলিশ-আইনজীবী সংঘর্ষে জখম দুই

শনিবার বিকেল নাগাদ পুরনো দিল্লির ওই আদালত চত্বরে ঘটনাটি ঘটে। পুলিশের গুলিতে জখম আইনজীবীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর। দু’দলের সংঘর্ষে জখম হন এক সাংবাদিকও। 

পোড়ানো হয়েছে পুলিশের গাড়ি। শনিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

পোড়ানো হয়েছে পুলিশের গাড়ি। শনিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০২:০০
Share: Save:

গাড়ি রাখাকে কেন্দ্র করে ঝগড়ার শুরু। সেখান থেকে পুলিশের সঙ্গে আইনজীবীদের সংঘর্ষে ধুন্ধুমার বাধল দিল্লির তিস হাজারি আদালত চত্বরে। আগুনে পুড়ল পুলিশের একটি গাড়ি। ভাঙচুর চলেছে অন্তত ৮টি গাড়িতে। পুলিশের ছোড়া গুলিতে এক আইনজীবী জখম হয়েছেন বলে অভিযোগ।

শনিবার বিকেল নাগাদ পুরনো দিল্লির ওই আদালত চত্বরে ঘটনাটি ঘটে। পুলিশের গুলিতে জখম আইনজীবীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর। দু’দলের সংঘর্ষে জখম হন এক সাংবাদিকও।

দিল্লিতে পার্কিং বা গাড়ি রাখার জায়গা নিয়ে সমস্যা বহু দিনের। সম্প্রতি সুপ্রিম কোর্টও বলেছে, এটি রাজধানীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন তিস হাজারি কোর্ট চত্বরে গাড়ি রাখাকে কেন্দ্র করে এক পুলিশকর্মীর সঙ্গে বচসা বাধে এক আইনজীবীর। ওই আইনজীবীকে পুলিশ হেফাজতে নিলে তাঁর সহকর্মীরা তাঁকে ছাড়ানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: বিয়েবাড়িতে শুরু হয়ে গেল তুমুল ‘যুদ্ধ’, কারণ জানলে অবাক হবেন!

আইনজীবীদের অভিযোগ, দু’পক্ষের বচসা চলাকালীন গুলি চালায় পুলিশ। ক্ষেপে ওঠেন আইনজীবীরাও। যদিও গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। তারা জানিয়েছে, আইনজীবীরা পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ধোঁয়ায় ঢেকে যায় চত্বর। পরিস্থিতি আয়ত্তে আনতে দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছে যান সাংবাদিকেরাও। আদালত ভবনের ভিতরে ঢুকে গিয়ে ব্যারিকেড গড়ে তোলেন আইনজীবীরা। সাংবাদিক ও পুলিশকে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশও কোর্ট চত্বরের একাধিক প্রবেশদ্বার বন্ধ করে দেয়। ক্ষুব্ধ এক আইনজীবী বলেন, ‘‘আমরাও আইন জানি। পুলিশ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলে কোনও ভাবেই তা মানব না।’’

এই ঘটনার প্রতিবাদে দিল্লির সমস্ত জেলা আদালতের আইনজীবীরা সোমবার ধর্মঘটের ডাক দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi Tis Hazari Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE