Advertisement
০২ মে ২০২৪
Rakesh Jhunjhunwala

ভেঙে গুঁড়িয়ে দিতে ৩৭১ কোটি টাকায় আস্ত বিল্ডিং কিনলেন ঝুনঝুনওয়ালা!

ফ্ল্যাট-বাড়ি কেনা হয় সেখানে থাকার জন্য, কিন্তু এমন কখনও শুনেছেন যে কেউ কয়েকশো কোটি টাকা খরচ করে পুরো কমপ্লেক্সটাই কিনেছে সেটা ভেঙে ফেলার জন্য!

রাকেশ ঝুনঝুনওয়ালা

রাকেশ ঝুনঝুনওয়ালা

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১১:১৩
Share: Save:

ফ্ল্যাট-বাড়ি কেনা হয় সেখানে থাকার জন্য, কিন্তু এমন কখনও শুনেছেন যে কেউ কয়েকশো কোটি টাকা খরচ করে পুরো কমপ্লেক্সটাই কিনেছে সেটা ভেঙে ফেলার জন্য!

বিলিয়নিয়র রাকেশ ঝুনঝুনওয়ালা। দক্ষিণ মুম্বইয়ের মালাবার হিলের এক অভিজাত এলাকায় তাঁর একটা নিজস্ব বাংলোর সাধ। কিন্তু এক বিলিয়নিয়রের আস্ত একটা বাংলোর করার মতো ফাঁকা জায়গা ওই এলাকায় নেই। তাই ৩৭১ কোটি টাকা খরচ করে ১২টি ফ্ল্যাটের আস্ত একটি কমপ্লেক্সই কিনে ফেলেছেন তিনি। সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে ঠিক ওই জায়গাতেই সাধের বাংলো বানাবেন। মুকেশ অম্বানি, জিন্দল, গোদরেজের মতো হাই-প্রোফাইল ব্যক্তিরাও কোটি কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন। তবে শুধুমাত্র ভেঙে ফেলার জন্য এত টাকা খরচ করে ফ্ল্যাট কেনার ঘটনা নজিরবিহীন।

সূত্রের খবর, এই কমপ্লেক্স-এ এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার়ড ব্যাঙ্কের অফিস ছিল। ঝুনঝুনওয়ালা অবশ্য পুরোটাই একসঙ্গে নেননি। ২০১৩ সালে ১৭৬ কোটি টাকায় প্রথমে স্ট্যান্ডার্ড চার্টারড ব্যাঙ্কের থেকে ৬টি ফ্ল্যাট কিনে নেন। আর এ বার চলতি বছরের জানুয়ারিতে ওই কমপ্লেক্সের বাকি ৬টি ফ্ল্যাট এইচএসবিসি ব্যাঙ্কের কাছ থেকে ১৯৫ কোটি টাকায় কিনে নেন তিনি।

আরও পড়ুন: জল ছাড়াই ঝকঝকে থাকবে শৌচাগার, সৌজন্যে এক বাঙালি

তবে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে খবর, ইতিমধ্যে অনুমতি চেয়ে ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী রেখার সই করা নথি কর্পোরেশনের কাছে পৌঁছেছে। বাংলোর নকশা কেমন হবে তাও পাঠানো হয়েছে। নকশা অনুযায়ী, ৪ হাজার ১৭৩ বর্গ মিটার এলাকা জুড়ে ৪৭.৪ মিটার উঁচু হবে বাংলোটা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rakesh Jhunjhunwala Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE