Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Sadhvi Pragya

এ বার গাঁধীকে ‘জাতির সন্তান’ বলে বসলেন সাধ্বী প্রজ্ঞা

লোকসভা নির্বাচনের সময় গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে বিতর্ক বাধিয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা।

সাধ্বী প্রজ্ঞা। —ফাইল চিত্র।

সাধ্বী প্রজ্ঞা। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৬:১৫
Share: Save:

গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘প্রকৃত দেশপ্রেমী’ বলে বিতর্ক বাধিয়েছিলেন আগেই। একবার ফের বেফাঁস মন্তব্য করে বসলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। এ বার ‘জাতির জনক’ মহাত্মা গাঁধীকে ‘জাতির সন্তান’ বলে বসলেন তিনি।

এ বছর মহাত্মা গাঁধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শহরে গাঁধী সঙ্কল্প যাত্রা শুরু করেছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত তাতে অংশ নিতে দেখা যায়নি সাধ্বী প্রজ্ঞাকে। সম্প্রতি ভোপাল রেলস্টেশন পরিদর্শনে গেলে, তা নিয়ে প্রশ্ন করলে সাধ্বী বলেন, ‘‘গাঁধী আমাদের রাষ্ট্রসন্তান। ওঁকে শ্রদ্ধা করি। তা নিয়ে কাউকে কোনওরকম কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করি না।’’

এর আগে, লোকসভা নির্বাচনের সময় গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে বিতর্ক বাধিয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা। তা নিয়ে বিজেপির অন্দরেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। চাপে পড়ে যদিও শেষমেশ ক্ষমা চেয়ে নেন তিনি।ওই মন্তব্যের জন্য সাধ্বীকে কখনও ক্ষমা করতে পারবেন না বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শোকজ নোটিস ধরানো ছাড়া বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে সে ভাবে কোনও পদক্ষেপ করা হয়নি।

আরও পড়ুন: বন্ধুর মেয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, হাতেনাতে ধরা পড়ে খুন বীরভূমের সিপিএম নেতা!​

আরও পড়ুন: ‘বিজেপির সবচেয়ে সৎ মানুষ’, ইভিএম নিয়ে হরিয়ানার বিধায়কের বিতর্কিত মন্তব্যে খোঁচা রাহুলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mahatma Gandhi Sadhvi Pragya BJP Bhopal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE