Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কোর্টে হাজিরা থেকেও ছাড় সলমনকে

দু’দিনের জামিন স্বস্তি দিয়েছিল কালই। আর আজ আরও এক ধাপ এগিয়ে বম্বে হাইকোর্ট জানিয়ে দিল, আগামী কাল শুনানির সময় আদালতে হাজির থাকতে হবে না সলমন খানকে। তাঁর হয়ে মামলা লড়বেন দুই আইনজীবী, শ্রীকান্ত শিভাড়ে এবং হরিশ সালভে। গত কালই মুম্বইয়ের নগর দায়রা আদালত গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতাকে।

সলমন খানের সঙ্গে দেখা করার পর বেরিয়ে যাচ্ছেন আমির খান। বৃহস্পতিবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

সলমন খানের সঙ্গে দেখা করার পর বেরিয়ে যাচ্ছেন আমির খান। বৃহস্পতিবার মুম্বইয়ে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ মে ২০১৫ ০৩:০৬
Share: Save:

দু’দিনের জামিন স্বস্তি দিয়েছিল কালই। আর আজ আরও এক ধাপ এগিয়ে বম্বে হাইকোর্ট জানিয়ে দিল, আগামী কাল শুনানির সময় আদালতে হাজির থাকতে হবে না সলমন খানকে। তাঁর হয়ে মামলা লড়বেন দুই আইনজীবী, শ্রীকান্ত শিভাড়ে এবং হরিশ সালভে। গত কালই মুম্বইয়ের নগর দায়রা আদালত গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতাকে।

শুধু দোষী সাব্যস্তই নয়। বিচারক ডি ডব্লিউ দেশপাণ্ডে কাল সাজাও শুনিয়েছেন সলমনকে। পাঁচ বছরের জেল। আর সেই সাজা শোনার পরই সলমনের আইনজীবীরা ছুটেছিলেন উচ্চতর আদালতে জামিনের আবেদন করতে। তার ফলও মিলেছিল হাতেনাতে। তেরো বছরের পুরনো মামলায় রায় ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান সলমন। বম্বে হাইকোর্টের বিচারক কাল জানিয়েছিলেন, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত ন্যায়বিচারের স্বার্থে সলমনকে কিছুটা সময় দেওয়া উচিত। সেই মতো দু’দিনের জামিন পান সলমন। আগামী কাল ফের এই মামলার শুনানি রয়েছে বম্বে হাইকোর্টে। কিন্তু তার আগেই ফের স্বস্তির বার্তা। আদালতের নির্দেশ, সলমনকে কাল সশরীরে হাজিরা দিতে হবে না। আর এই নতুন নির্দেশ শোনার পরে কানাঘুষো প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি সেলিব্রিটি হওয়ার যাবতীয় সুযোগ সুবিধাটুকু শেষ পর্যন্ত পেয়ে যাবেন সলমন? আদালতের রায় নিয়ে প্রকাশ্যে অবশ্য মুখ খুলছেন না কেউই।

আজ সকালে যদিও কিছু ক্ষণের জন্য হলেও একটা হাল্কা ধাক্কা খেয়েছিলেন রুপোলি পর্দার চুলবুল পাণ্ডে। সলমনের জামিন পাওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে একটি আর্জি জারি হয়েছে সুপ্রিম কোর্টে। আবেদনটি জানিয়েছেন অখিলেশ চৌবে নামে এক আইনজীবী। প্রাক্তন এমএনএস নেতা অখিলেশ এখন বিজেপিতে যোগ দিয়েছেন। প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর বেঞ্চের সামনে তিনি আর্জি জানিয়েছিলেন, অবিলম্বে বাতিল করা হোক সলমনের জামিন। কিন্তু কাল ফের এই মামলার শুনানি থাকায় জরুরি ভিত্তিতে এই নতুন মামলা শুনতে চাননি বিচারপতি। ফলে দিনের শুরুটা ভাল না হলেও কিছু ক্ষণের মধ্যেই প্রথম স্বস্তির বার্তাটি পেয়ে যান সলমন।

যে কারণে কাল জামিন পেয়েছিলেন সলমন, আজ সেই ২৪০ পাতার মামলার রায়ের কপি জমা দিয়েছেন দায়রা আদালতের বিচারক। রায়ের ছত্রে ছত্রে সলমনকে বিঁধেছেন বিচারক। দেশপাণ্ডে স্পষ্ট বলেছেন, সেই রাতে সলমনের হাতে স্টিয়ারিং হুইল থাকলে, তার ফল যে মারাত্মক হতে পারে, তা তিনি ভাল ভাবেই জানতেন। কিন্তু তা সত্ত্বেও বিনা লাইসেন্সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। বিচারক লিখেছেন, ‘‘অভিযুক্ত এক জন জনপ্রিয় অভিনেতা। তিনি ভাল করেই জানেন লাইসেন্স না থাকলে গাড়ি চালানো উচিত নয়। আর মদ খেয়ে গাড়ি চালানো তো আরও বড় অপরাধ।’’ সেই সঙ্গে দেশপাণ্ডে আরও লিখেছেন, ‘‘অভিযুক্ত যে রাস্তা দিয়ে রোজ বাড়ি ফেরেন, সেই রাস্তার ফুটপাথে যে অনেক গরিব মানুষ রোজ রাতে শুয়ে থাকেন, তা-ও তিনি ভাল ভাবেই জানতেন। তবু মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়ার অর্থ জেনে বুঝে অতগুলো মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা।’’ দিনের পর দিন আদালতে দাঁড়িয়ে সলমন যে বলে এসেছেন, সে রাতে তিনি গাড়ি চালাচ্ছিলেন না, সে কথাও যে বিচারক বিশ্বাস করেন না, রায়ে তা-ও স্পষ্ট ভাবে জানিয়েছেন তিনি। সলমনকে সরাসরি প্রশ্ন করেছেন, ‘‘আপনি যখন জানতেনই যে আপনি কোনও দোষ করেননি, তা হলে দুর্ঘটনার পর থেকে পরের দিন সকাল সাড়ে দশটা পর্যন্ত লুকিয়ে ছিলেন কেন? কেন সে রাতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আপনাকে খুঁজে পায়নি?’’

বিচারকের বাণী বিদ্ধ করলেও কালকের মতো আজও প্রায় গোটা বলিউড পাশে দাঁড়িয়েছে সলমনের। কাল রায় ঘোষণার পরে রাতের দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর তিন নায়িকা রানি, প্রীতি আর সোনাক্ষী। এসেছিলেন বিপাশা বসুও। আর আজ সকাল হতে না হতেই ফের তারকার হাট বসে গ্যালাক্সিতে। সবার আগে দেখা করতে আসেন বলিউডের তিন খানের অন্যতম খান আমির। তাঁকে সি-অফ করতে নিজেই নীচে নেমে আসেন সলমন। ছাই রঙা ফুলহাতা গেঞ্জি আর ট্র্যাকস্যুট পরা সলমনকে আজ প্রথম বার তখনই দেখা যায়। বেরিয়ে যাওয়ার সময় আমির এক বার জড়িয়ে ধরেন সলমনকে। তার পর আরও এক বার নীচে নামের সলমন। মহারাষ্ট্র নবনির্মাণ নেতা রাজ ঠাকরে যখন দেখা করতে আসেন তখন। বাবা সেলিম খানের সঙ্গে আর এক বার নীচে নামতে দেখা যায় সল্লু ভাইকে। রাজের সঙ্গে সলমনের সম্পর্ক বরাবরই ভাল।

আজ সকালে গ্যালাক্সিতে আসতে দেখা গিয়েছে কর্ণ জোহরকেও। ছেলেকে নিয়ে আজ দেখা করতে এসেছিলেন সলমনের ভ্রাতৃবধূ মালাইকা অরোরা খান। কাল আদালত চত্বরে সলমনের ভাই আর বোনেদের দেখা মিললেও ছিলেন না মালাইকা। আজ সকালেই বড় ছেলেকে নিয়ে সলমনের বাড়ি আসেন মালাইকা। আর তার কিছু ক্ষণ পরেই স্বামী আর ছেলের সঙ্গে আসতে দেখা যায় মালাইকার বোন অমৃতাকে। সোনু সুদ, সুনীল শেট্টি, করীনা কপূর, করিশ্মা কপূর, ওয়াহিদা রহমান। সলমনের বাড়ির অতিথি তালিকা আজও বেশ দীর্ঘ ছিল।

গোটা বলিউডকে পাশে পেয়ে কি তৃপ্ত দবং তারকা? উত্তর অবশ্য জানা যায়নি। আপাতত তাঁর সঙ্গে গোটা দেশের নজর কাল সকাল থেকেই থাকবে বম্বে হাইকোর্টের দিকে। সেখানেই সাম্প্রতিক কালের মোস্ট হাই প্রোফাইল মামলার শুনানি যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE