Advertisement
২৭ এপ্রিল ২০২৪
suicide of crpf personnel

বাড়ছে সিআরপিএফ জওয়ানদের আত্মঘাতী হওয়ার ঘটনা

কেন এই বৃদ্ধি তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরকারি ভাবে সিআরপিএফ কর্মী, জওয়ানদের ‘ব্যক্তিগত ও গার্হস্থ্য  সমস্যা’কেই দায়ী করা হয়েছে।

সিআরপিএফ জওয়ান। -ফাইল ছবি।

সিআরপিএফ জওয়ান। -ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১২:১৪
Share: Save:

গত ৫ বছরে দেশে সিআরপিএফ কর্মী, জওয়ানদের আত্মঘাতী হওয়ার ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়ে গিয়েছে। ৫৫ শতাংশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্যই এই খবর দিয়েছে।

তবে কেন এই বৃদ্ধি তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সরকারি ভাবে সিআরপিএফ কর্মী, জওয়ানদের ‘ব্যক্তিগত ও গার্হস্থ্য সমস্যা’কেই দায়ী করা হয়েছে। দু’বছর আগে সংসদে এই ব্যাখ্যা দিয়েছিলেন তদানীন্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু।

এ বছর ১৭ নভেম্বর পর্যন্ত সিআরপিএফ কর্মী, জওয়ানদের আত্মহত্যার ঘটনা ঘটেছে ৪৫টি। শেষ ঘটনাটি ঘটেছে এই সপ্তাহের গোড়ায়, কাশ্মীরের সোপোর জেলায়। কাশ্মীরেই ঘটনার সংখ্যা এ বছরে সবচেয়ে বেশি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য জানাচ্ছে, ২০১৬ সালে দেশে মোট ২৯ জন সিআরপিএফ কর্মী, জওয়ান আত্মঘাতী হয়েছিলেন। পরের বছরগুলিত সেই সংখ্যা বেড়েছে। ২০১৭-য় আত্মঘাতী হয়েছিলেন ৩৮ জন সিআরপিএফ কর্মী, জওয়ান, ২০১৮-য় ৩৬ জন এবং ২০১৯-এ ৪২ জন।

আরও পড়ুন: মেলেনি পার্শ্বপ্রতিক্রিয়া, বড়দিনের আগেই বাজারে টিকা, জানাল ফাইজার-সহযোগী

আরও পড়ুন: আমেরিকা-ভারত প্রতিরক্ষা সম্পর্ক ছিন্ন করতে উদ্যত চিন, দাবি নথিতে

এ বছর গত ১৭ নভেম্বর পর্যন্ত যে ৪৫ জন সিআরপিএফ কর্মী, জওয়ান আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে ১৩ জনই আত্মঘাতী হয়েছেন জম্মু-কাশ্মীরে। মোট সংখ্যার এক-তৃতীয়াশেরও বেশি। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আত্মঘাতী হয়েছেন ৭ জন। মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে ১০ জন, দেশের অন্যান্য অংশে ১৫ জন।

২০১৫ এবং ২০১৭ সালে সবচেয়ে বেশি সংখ্যায় সিআরপিএফ কর্মী, জওয়ান আত্মহত্যা করেছেন মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে। ২০১৫-য় ১৫ জন আর ২০১৭-য় ১৬ জন। তার পর ২০১৮, ২০১৯ এবং এ বছরে সেই সংখ্যাটা যথাক্রমে হয়েছে ১২, ৯ এবং ১০।

তবে ২০১৭ সালটিকে বাদ দিলে ২০১৬ থেকে এ বছর নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশে সবচেয়ে বেশি সংখ্যায় সিআরপিএফ কর্মী, জওয়ান আত্মঘাতী হয়েছেন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে। ২০১৬-য় ১০ জন। ২০১৮ এবং ২০১৯-এ যথাক্রমে ১৬ এবং ২০ জন। আর এ বছর এখনও পর্যন্ত ১৫ জন।

সিআরপিএফ কর্মী, জওয়ানদের মধ্যে আত্মহত্যার ঘটনা কেন বাড়ছে? ২০১৮ সালে সংসদে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তদানীন্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেছিলেন, ‘‘বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, গার্হস্থ্য সমস্যা, স্ত্রীর সঙ্গে কলহ, কোনও শত্রুতা, মানসিক রোগ বা অবসাদ থেকে রেহাই পেতে আত্মঘাতী হচ্ছেন সিআরপিএফ কর্মী, জওয়ানরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suicide of crpf personnel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE