Advertisement
০৭ মে ২০২৪

বনবাসী উচ্ছেদের নির্দেশে স্থগিতাদেশ

এই নির্দেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ০২:৩৪
Share: Save:

প্রায় ১২ লক্ষ বনবাসীকে উচ্ছেদ করার জন্য নিজেদের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ১৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত ২১টি রাজ্যকে নির্দেশ দেয়— জঙ্গলে বসবাসকারী যে ১১.৮ লক্ষ মানুষের জমির অধিকার খারিজ হয়েছে, তাদের সরিয়ে নিতে হবে। এই নির্দেশ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র।

বুধবার এই মামলা গ্রহণ করে সর্বোচ্চ আদালত। বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি নবীন সিংহের বেঞ্চ রাজ্যগুলিকে হলফনামা দিয়ে জানাতে বলেছে, বনবাসীদের জমির দাবি নাকচের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। ছোট্ট নির্দেশে বেঞ্চ বলেছে, ‘‘১৩ ফেব্রুয়ারির নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হল।’’ মামলার পরবর্তী শুনানি হবে জুলাইয়ের ১০ তারিখে। জানানো হয়েছে, রাজ্যগুলির পক্ষে হলফনামা দিতে হবে মুখ্যসচিবদেরই।

সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেওয়ার পরেই কেন্দ্র তা সংশোধনের আর্জি জানিয়ে বলে, ‘সিডিউলড ট্রাইব অ্যান্ড আদার ট্র্যাডিশলান ফরেস্ট ডুয়েলার্স (রেকগনিশন অব ফরেস্ট রাইটস) অ্যাক্ট, ২০০৫’-অনুসারে তাঁদের জমির অধিকারের কথা অনেক ‘চরম দরিদ্র ও নিরক্ষর’ বনবাসী জানেন না। এই নির্দেশ তাঁরা বঞ্চিত ও উচ্ছেদ হবেন। সেই আবেদন এ দিন গ্রহণ করল সর্বোচ্চ আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Adivasi Jungle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE