Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Guwahati

গুয়াহাটির রাস্তায় দাপিয়ে বেড়াল দাঁতাল

হাতিটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে খাবার খুঁজছে। রাস্তার ধারে দোকানের দিকে খাবার আসায় এগোচ্ছিল।

গুয়াহাটির রাস্তায় দাঁতালের দাপাদাপি। ছবি : ইউটিউব থেকে নেওয়া।

গুয়াহাটির রাস্তায় দাঁতালের দাপাদাপি। ছবি : ইউটিউব থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
গুয়াহাটি শেষ আপডেট: ০১ মে ২০১৯ ১৬:৫৮
Share: Save:

আমচাঙ্গ বন্যপ্রাণি অভয়ারণ্য থেকে একটি দাঁতাল হাতি গুয়াহাটির রাস্তায় ঢুকে হুলস্থুল বাধিয়ে দিল। হাতিটি গুয়াহাটির জিএস রোডে ঢুকে পড়ে। এই এলাকায় বড় বড় শপিং মল ও দোকান বাজার রয়েছে। সন্ধ্যা নাগাদ সেই এলাকায় হঠাৎ হাতির আবির্ভাবে আতঙ্ক তৈরি হয় মানুষের মধ্যে। থমকে যায় ট্রাফিক।

হাতিটিকে দেখেই পথ চলতি মানুষ দাঁড়িয়ে পড়েন। মোবাইল বের করে ভিডিয়ো করতে থাকেন। তবে হাতিটি মানুষের ভিড় দেখেও কাউকে আক্রমণ করেনি। হাতিটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে খাবার খুঁজছে। রাস্তার ধারে দোকানের দিকে খাবার আসায় এগোচ্ছিল।

অভয়ারণ্য থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হাতিটি চলে আসে শহরের এবিসি পয়েন্টেকংগ্রেসের অফিস রাজীব ভবনের কাছে। চিড়িয়াখানার কর্মী ও পুলিশ হাতিটিকে সামনের অভয়ারণ্যে ফরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু শেষপর্যন্ত হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে শান্ত করে রাস্তা থেকে সরানো হয়। হাতিটির কোনও রকম আঘাত পায়নি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : গরমে রুমাল দিয়ে মুখ মুছছে ভাল্লুক, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন : বিনা বাধায় গাড়ির দরজা খুলছে ভাল্লুক, ভাইরাল ভিডিয়ো

বন্যপ্রাণিদের এভাবে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ায় চিন্তা বাড়ছে দেশ জুড়েই। দিনে দিনে বন জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, ফলে খাবারের খোঁজে তাদের লোকালয়ে চলে আসতে হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE