Advertisement
২৭ এপ্রিল ২০২৪

প্রথম বাণিজ্যিক রকেট কক্ষপথে পাঠাল চিন

হাইপারবোলা-১ নামে কোম্পানির রকেটটি সম্প্রতি চিনের উত্তর-পশ্চিমে ঝিউকুয়ান থেকে রওনা দেয় এবং পৃথিবীর চারপাশের কক্ষপথে সে বেশ কিছু স্যাটেলাইট বসায়।

হাইপারবোলা-১।

হাইপারবোলা-১।

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০০:৪৪
Share: Save:

আই-স্পেস বেজিং-এর এক রকেট কোম্পানির নাম। তাকে নিয়ে এখন ভারী হইচই। কারণ চিনে আই-স্পেসই প্রথম বাণিজ্যিক সংস্থা, যে কক্ষপথে রকেট পাঠাল। গত বছর থেকে আরও দুই চিনা সংস্থা কক্ষপথে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে। সফল হয়নি। আই-স্পেস হয়েছে। হাইপারবোলা-১ নামে কোম্পানির রকেটটি সম্প্রতি চিনের উত্তর-পশ্চিমে ঝিউকুয়ান থেকে রওনা দেয় এবং পৃথিবীর চারপাশের কক্ষপথে সে বেশ কিছু স্যাটেলাইট বসায়। এর মধ্যে একটি আবার রেডিয়ো স্যাটেলাইট, এক অ-পেশাদার রেডিয়ো গ্রুপ, বেজিং ইনস্টিটিউট অব টেকনোলজি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করেছে। গত জুন মাসেই চিন সরকার বেসরকারি রকেট তৈরি ও উৎক্ষেপণের একগুচ্ছ নিয়মাবলি ঘোষণা করেছে, যেমন— উৎক্ষেপণের সময় সুরক্ষা বজায় রাখা যায় কী ভাবে, মহাকাশে জঞ্জালের পরিমাণ আর যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক হওয়া যায় কী করে ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Science China Hyperbola 1 Commercial Rocket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE