Advertisement
E-Paper

হেয়ার রিমুভালের আনাচে-কানাচে

হেয়ার রিমুভাল এখন রোজকার অভ্যেস। তবে তা নিয়ে লেগে থাকে হাজারো সমস্যা। এ বার রইল তারই সমাধানের সুলুক সন্ধান।হেয়ার রিমুভাল এখন রোজকার অভ্যেস। তবে তা নিয়ে লেগে থাকে হাজারো সমস্যা। এ বার রইল তারই সমাধানের সুলুক সন্ধান।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৭ ০০:০৯

রোমের সমস্যা নতুন নয়। কোনও অনুষ্ঠান বাড়ি হোক অথবা রোজকার অফিসে যাতায়াত, ঝকঝকে ত্বক কে না চায়! আবার কোনও কোনও পেশা, যেমন বিমানসেবিকাদের ক্ষেত্রে রোমহীন ত্বক রাখা আবশ্যিক। পেশার প্রয়োজনে হোক অথবা একান্তই নিজের শখে, হেয়ার রিমুভালই কিন্তু এ ক্ষেত্রে একমাত্র এবং সহজ সমাধান।

ত্বকে রোম গজানোর অধিকাংশটাই নির্ভর করে প্রতিটি ব্যক্তির হরমোনের উপরে। ফলে সকলের ক্ষেত্রে রোমের পরিমাণ যে একই হবে, এমনটা নয়। তবে ওয়্যাক্স কিংবা হেয়ার রিমুভালের আগে ও পরে বেশ কিছু জিনিস খেয়াল রাখতেই হবে।

রোম তোলার আগে নজর দিন...

হেয়ার রিমুভালের আগে দু’ঘণ্টা স্নান করবেন না।

রোদ থেকে ঘেমে এসে সরাসরি রোম তোলা একদমই উচিত নয়। পারলে এসি বা পাখার হাওয়ায় শরীর জুড়িয়ে নিয়েই এগোন।

বোটক্সের পরে অন্তত ৭২ ঘণ্টা রোম তুলবেন না।

ডায়াবেটিস, ত্বকের কোনও সমস্যা থাকলে বা অন্তঃসত্ত্বা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে রোম তুলুন।

রোম তোলার আগে অন্তত ১০-১৫ মিনিট বরফের কিউব দিয়ে মাসাজ করুন।

ওয়্যাক্সের ক্রিম লাগানোর ঠিক আগে ওই বিশেষ জায়গায় ভাল করে ট্যালকম পাউডার লাগান।

রোম তোলার জন্য ওয়্যাক্সের পেপার লাগিয়ে, ঠিক দিকে টেনে তুলতে হবে। সে দিকেও খেয়াল রাখুন।

ভাল মানের ওয়্যাক্সিং ক্রিম ব্যবহার করুন। এমনকী বানিয়ে নিতে পারেন ঘরোয়া ওয়্যাক্স মিশ্রণও।

রোম তোলার ঘরোয়া দাওয়াই

মুখের জন্য বানিয়ে নিন চিনি-লেবুর প্যাক। ২ টেব্‌ল চামচ চিনির সঙ্গে ২ চা-চামচ লেবুর রস আর ১০ টেব্‌ল চামচ জলের মিশ্রণ তৈরি করে মুখে লাগান। মিনিট কুড়ি পরে মুখ ধুয়ে ফেলুন।

হাত-পা এবং শরীরের অন্যান্য অংশের জন্য ১ টেব্‌ল চামচ চিনির সঙ্গে ১ চা-চামচ করে লেবুর রস এবং অর্গ্যানিক মধু মেশান। তাতে পরিমাণ মতো জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি লাগিয়ে ওয়্যাক্স পেপার দিয়ে রোম তুলে ফেলুন।

রোম তোলার ঠিক পরেই অনেকগুলো দরকারি কথা মাথায় রাখুন...

ওয়্যাক্সের পরে ত্বকের উপর অ্যালোভেরা জেল লাগান।

ভ্রুয়ের উপরের বা নীচের অংশে ওয়্যাক্সের পরে টি-ব্যাগ ব্যবহার করুন।

রোম তোলার পরে ত্বক আলতো করে ধুয়ে নিন। অতিরিক্ত ক্ষারজাতীয় কোনও সাবান ব্যবহার না করাই ত্বকের পক্ষে ভাল।

সুতির কাপড় অথবা তুলোর টুকরো জলে ভিজিয়ে ত্বকের ওই বিশেষ জায়গায় লাগিয়ে রাখুন। ব্যবহার করুন টোনার ওয়াটার।

টোনার ওয়াটার লাগানোর পরে কোনও ময়শ্চারাইজিং লোশন লাগিয়ে নিতে পারেন।

রোম তোলার পরেই কড়া রোদ এড়িয়ে চলুন।

তবে অনেক সময়ে রোম তোলার পরে সমস্ত নিয়মাবলি মেনে চললেও র‌্যাশ, পিম্পল, ত্বকে জ্বালা ধরা, লালচে দাগ জাতীয় সমস্যা দেখা দিতে পারে। ত্বকে সমস্যা দেখা দিলে ঘরোয়া পদ্ধতিতেই মোকাবিলা করুন...

হাতে সময় না থাকলে দোকান থেকে কিনে নিন ভাল মানের নিম ওয়াটার। দিনে তিন থেকে চার বার এই নিমজল লাগাতে পারেন।

অল্প সময়ের জন্য বানিয়ে ফেলুন চটজলদি প্যাক। সম পরিমাণে নিম পাতা, তুলসী পাতা আর কয়েকটা লবঙ্গ একসঙ্গে বেটে নিন। তার সঙ্গে চন্দন বাটাও মিশিয়ে নিয়ে, ত্বকের লালচে জায়গাগুলোয় মিশ্রণটি লাগাতে পারেন।

ছুটির দিনে বা যদি কোনও দিন হাতে সময় থাকে বানাতে পারেন ঘরোয়া আর একটি প্যাক। কাঁচা হলুদ বেটে নিন। ঘরে পাতা টক দই আর বেসন মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করুন। মুখে সেই মিশ্রণের প্রলেপ মোটা করে লাগিয়ে নিন। কিছু পরেই জল দিয়ে প্যাক তুলে ফেলুন।

শুধমাত্র ব্রণ, পিম্পল বা র‌্যাশ নয়, ত্বক

ভাল রাখতেও সাহায্য করবে এই ঘরোয়া প্যাক।

ঘরোয়া পদ্ধতিতে তৈরি

মিশ্রণ লাগিয়ে ত্বক সেরে না উঠলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

তা হলে আর দেরি না করে ঘরোয়া পদ্ধতিতেই মুক্তি পেতে পারেন হেয়ার রিমুভাল-পরবর্তী সম্ভাব্য সমস্ত সমস্যা থেকে।

মডেল: দীপশ্বেতা

মেকআপ: জিতেন্দ্র মাহাতো পোশাক: অ্যান্ড, কোয়েস্ট

ছবি: দেবর্ষি সরকার

Health Care Hair Removal হেয়ার রিমুভাল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy