Advertisement
০৮ মে ২০২৪

মোবাইলের মোহে

বাচ্চার হাতে মোবাইল তুলে দেওয়ার আগে যে যে অ্যাপস ইনস্টল করে দেবেন

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৭ ০০:০০
Share: Save:

আর্ট মাই কিড মেড

বাচ্চার আঁকা ছবি টাঙিয়ে রাখেন ফ্রিজে? কিন্তু সেটাও ভরতে ভরতে আর তিল ধারণের জায়গা নেই? আপনার মুশকিল আসান করতে পারে আর্ট মাই কিড অ্যাপ। এই অ্যাপে রেখে দিতে পারেন আপনার বাচ্চার আঁকা শিল্পকীর্তি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।

ফ্যামিগো স্যান্ডবক্স

এই অ্যাপ অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে দেবে। আপনি শুধু যে যে অ্যাপ বা গেম চান, সেটাই দেখাবে এই অ্যাপ। বাকিগুলো ‘ব্লক’ করে দেবে।

ইনট্রো টু কারসিভ

কারসিভ হাতের লেখা শেখানোর জন্য এর থেকে ভাল অ্যাপ হতে পারে না। খুব সহজে টাচ স্ক্রিনে আঙুল ছুঁয়ে আপনার বাচ্চা শিখে নিতে পারবে। শুধু তা-ই নয়, কোনও অক্ষরের কী উচ্চারণ সেটাও জানতে পারবে এই অ্যাপের মাধ্যমে।

মুজ ম্যাথ

অল্প বয়সেই যোগ-বিয়োগ বাচ্চাদের বুঝিয়ে দিতে পারলে ভাল। কিন্তু সমস্যা হয়, কাগজেকলমে শেখাতে গেলে বাচ্চার মনঃসংযোগের বিচ্যুতি ঘটে। সেক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে মুজ ম্যাথ অ্যাপটা। খেলার মাধ্যমে এই অ্যাপ আপনার বাচ্চাকে শিখিয়ে দেবে অঙ্কের মূল বিষয়গুলো। আর কতটা শিখল সেটা জানার জন্য পরীক্ষাও দিতে পারবে এই অ্যাপেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Applications Child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE