Advertisement
০৪ জুন ২০২৪

বিশ্ব ক্রিকেটের দশ অদ্ভুত বোলিং অ্যাকশান

তাঁর সম্পর্কে একটা কথা এখন কান পাতলেই শোনা যায়। তিনি নাকি বল করার সময় মিড অফের ফিল্ডারের সঙ্গে কথা বলে বল করতে পারেন। এতটাই অদ্ভুত শিবিল কৌশিকের বোলিং অ্যাকশান। গুজরাত লায়ন্সের এই বাঁহাতি স্পিনার এটাও স্বীকার করেছেন যে, কোন বল কোন দিকে কতটা বাঁক নেবে তা তিনিও ঠিক মতো বুঝতে পারেন না।

শিবিল কৌশিক: আইপিএলে গুজরাত লায়ন্সের ২০ বছরের এই বাঁ হাতি চায়নাম্যান বোলার মাথা প্রায় মিড অফের দিকে রেখে বল করেন।

শিবিল কৌশিক: আইপিএলে গুজরাত লায়ন্সের ২০ বছরের এই বাঁ হাতি চায়নাম্যান বোলার মাথা প্রায় মিড অফের দিকে রেখে বল করেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ১২:০৯
Share: Save:

তাঁর সম্পর্কে একটা কথা এখন কান পাতলেই শোনা যায়। তিনি নাকি বল করার সময় মিড অফের ফিল্ডারের সঙ্গে কথা বলে বল করতে পারেন। এতটাই অদ্ভুত শিবিল কৌশিকের বোলিং অ্যাকশান। গুজরাত লায়ন্সের এই বাঁহাতি স্পিনার এটাও স্বীকার করেছেন যে, কোন বল কোন দিকে কতটা বাঁক নেবে তা তিনিও ঠিক মতো বুঝতে পারেন না। এ বারের আইপিএলে অন্যতম সফল বোলার তিনি। সাফল্যের সঙ্গে সঙ্গে তাঁর অদ্ভুত বোলিং অ্যাকশানও এখন অন্যতম আলোচনার বিষয়। তবে কৌশিকই প্রথম নন যাঁর অদ্ভুত অ্যাকশান আলোচনায় এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্ব ক্রিকেটের এমনই দশ বিচিত্র অ্যাকশানের বোলারদের।

আরও পড়ুন:
খেলোয়াড়ি শরীর নগ্ন করে মুগ্ধ করেছেন যাঁরা, পড়েছেন বিতর্কেও

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: ‘মাছ ধরতে শেখানো উচিত’, আক্রমণ দেবজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Weird Bowling Action
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE