Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হোলিতে স্মার্টফোন বাঁচাবার আট টিপস্

আজ দোল, কাল হলি। এই রঙের উত্সবে এখন শুধু নিজেদের দেখভাল করলেইতো চলে না এই স্মার্টফোনের রমরমায় বাঁচিয়ে রাখতে হয় সাধের মুঠো ফোনটাকেও।

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৯
Share: Save:
০১ ০৮
খাবার দাবার রাখার জিপলক প্যাকেটে পুরে রাখুন ফোনটাকে।

খাবার দাবার রাখার জিপলক প্যাকেটে পুরে রাখুন ফোনটাকে।

০২ ০৮
কেত ছেড়ে পাতি ওয়াটারপ্রুফ ব্যাগ বা ফোন কেসের শরনাপন্ন হন।

কেত ছেড়ে পাতি ওয়াটারপ্রুফ ব্যাগ বা ফোন কেসের শরনাপন্ন হন।

০৩ ০৮
সরাসরি ভেজা হাতে ফোন না ধরে আজ ভরপুর কমদামি হেডফোন ব্যবহার করুন।

সরাসরি ভেজা হাতে ফোন না ধরে আজ ভরপুর কমদামি হেডফোন ব্যবহার করুন।

০৪ ০৮
যদি পাউচ বা কেস না থাকে তাহলে  মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক আর স্পিকারফোন জ্যাকের মত ফোনের ওপেন এরিয়াগুলো টেপ দিয়ে ঢেকে রাখুন।

যদি পাউচ বা কেস না থাকে তাহলে মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক আর স্পিকারফোন জ্যাকের মত ফোনের ওপেন এরিয়াগুলো টেপ দিয়ে ঢেকে রাখুন।

০৫ ০৮
সস্তার স্ক্রিনগার্ড দিয়ে ফোনের স্ক্রিনটা ঢেকে রাখুন।

সস্তার স্ক্রিনগার্ড দিয়ে ফোনের স্ক্রিনটা ঢেকে রাখুন।

০৬ ০৮
বাড়িতে কনডোম আছে তো? আজকের দিনটা সেই কনডোম দিয়ে ফোনটাকে মুড়ে রাখুন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কন্ডোম কিন্তু ওয়াটার, ডাস্ট প্রুফ।

বাড়িতে কনডোম আছে তো? আজকের দিনটা সেই কনডোম দিয়ে ফোনটাকে মুড়ে রাখুন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কন্ডোম কিন্তু ওয়াটার, ডাস্ট প্রুফ।

০৭ ০৮
শুধু আজকের জন্য নিজের সব কল, যে বন্ধুর উপর বেশ রাগ, তার মোবাইলে কনভার্ড করে দিন।

শুধু আজকের জন্য নিজের সব কল, যে বন্ধুর উপর বেশ রাগ, তার মোবাইলে কনভার্ড করে দিন।

০৮ ০৮
মন দিয়ে দোল খেলুন। দামি ফোনটাকে বাঁচাতে সেটাকে বাড়িতে রেখে এসে, পড়ে থাকা বহু পুরনো সেকেলে ফোন ব্যবহার করুন।

মন দিয়ে দোল খেলুন। দামি ফোনটাকে বাঁচাতে সেটাকে বাড়িতে রেখে এসে, পড়ে থাকা বহু পুরনো সেকেলে ফোন ব্যবহার করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE