Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৩
Al Pacino

Al Pacino: বিরাশির আল পাচিনোর প্রেমিকা! আগেও বৃদ্ধ খ্যাতনামীদের সঙ্গে নাম জড়িয়েছে আঠাশের নূরের

জামাকাপড় থেকে শুরু করে ফোনের কভার। আলকে দেখলেই বোঝা যায় বয়স বাড়লেও মন থেকে এখনও তরুণ এই অভিনেতা।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ১০:৫০
Share: Save:
০১ ১৮
সম্প্রতি নতুন প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে নিজের জন্মদিনের দিন ক্যামেরায় ধরা দিলেন হলিউড অভিনেতা আল পাচিনো।

সম্প্রতি নতুন প্রেমিকা নূর আলফাল্লাহর সঙ্গে নিজের জন্মদিনের দিন ক্যামেরায় ধরা দিলেন হলিউড অভিনেতা আল পাচিনো।

০২ ১৮
নিজের ৮২তম জন্মদিনে বান্ধবীর সঙ্গে নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে ক্যামেরাবন্দি হন আল।

নিজের ৮২তম জন্মদিনে বান্ধবীর সঙ্গে নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে ক্যামেরাবন্দি হন আল।

০৩ ১৮
‘দ্য গডফাদার’ তারকা ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডের ইতালীয় রেস্তোরাঁ ‘জোনস্‌’-এ নূর এবং বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন।

‘দ্য গডফাদার’ তারকা ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট হলিউডের ইতালীয় রেস্তোরাঁ ‘জোনস্‌’-এ নূর এবং বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন।

০৪ ১৮
আলের জন্মদিনে তিনি এবং নূর দু’জনেই সেজে এসেছিলেন কালো পোশাকে।

আলের জন্মদিনে তিনি এবং নূর দু’জনেই সেজে এসেছিলেন কালো পোশাকে।

০৫ ১৮
৮২ বছর বয়সি আলের প্রেমিকা নূরের বয়স মাত্র ২৮। যদিও তাঁরা এখনই বিয়ে করছেন না বলেই জানিয়েছেন।

৮২ বছর বয়সি আলের প্রেমিকা নূরের বয়স মাত্র ২৮। যদিও তাঁরা এখনই বিয়ে করছেন না বলেই জানিয়েছেন।

০৬ ১৮
বয়সের তফাৎ ৫৪ হলেও প্রেমে খামতি নেই এই যুগলের। আজকাল নাকি নূরকে কথায় কথায় চোখে হারাচ্ছেন আল। আর সেই কারণেই সব সময় একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকে।

বয়সের তফাৎ ৫৪ হলেও প্রেমে খামতি নেই এই যুগলের। আজকাল নাকি নূরকে কথায় কথায় চোখে হারাচ্ছেন আল। আর সেই কারণেই সব সময় একসঙ্গে দেখা যাচ্ছে দু’জনকে।

০৭ ১৮
জামাকাপড় থেকে শুরু করে ফোনের কভার। আলকে দেখলেই বোঝা যায় বয়স বাড়লেও মন থেকে এখনও তরুণ এই অশীতিপর অভিনেতা। তাই হয়তো বর্তমান জীবনসঙ্গী হিসেবে নূরকেই বেছে নিয়েছেন তিনি।

জামাকাপড় থেকে শুরু করে ফোনের কভার। আলকে দেখলেই বোঝা যায় বয়স বাড়লেও মন থেকে এখনও তরুণ এই অশীতিপর অভিনেতা। তাই হয়তো বর্তমান জীবনসঙ্গী হিসেবে নূরকেই বেছে নিয়েছেন তিনি।

০৮ ১৮
অতিমারির সময় থেকেই নাকি তাঁরা একে অপরের সঙ্গে মেলামেশা করছেন। কোভিড আবহে তাঁরা একসঙ্গে থাকছিলেন বলেও শোনা গিয়েছে।

অতিমারির সময় থেকেই নাকি তাঁরা একে অপরের সঙ্গে মেলামেশা করছেন। কোভিড আবহে তাঁরা একসঙ্গে থাকছিলেন বলেও শোনা গিয়েছে।

০৯ ১৮
নূর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।

নূর পেশায় এক জন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তাঁর বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।

১০ ১৮
চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএলএ স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়াশোনা করেছেন।

চলচ্চিত্র প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করার আগে তিনি ইউসিএলএ স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়াশোনা করেছেন।

১১ ১৮
তবে শুধু আল নয়। এর আগেও ষাটোর্ধ্বদের সঙ্গে প্রেম করার ইতিহাস রয়েছে তরুণী নূরের। তাঁর প্রেমিক পুরুষরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং প্রচুর সম্পত্তির মালিক।

তবে শুধু আল নয়। এর আগেও ষাটোর্ধ্বদের সঙ্গে প্রেম করার ইতিহাস রয়েছে তরুণী নূরের। তাঁর প্রেমিক পুরুষরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং প্রচুর সম্পত্তির মালিক।

১২ ১৮
২০১৭ সালে রোলিং স্টোনস্‌ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা এবং গায়ক মিক জ্যাগারের সঙ্গেও প্রেম করতেন নূর। সেই সময় মিকের বয়স ছিল ৭৪ এবং নূরের বয়স ছিল ২৩।

২০১৭ সালে রোলিং স্টোনস্‌ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা এবং গায়ক মিক জ্যাগারের সঙ্গেও প্রেম করতেন নূর। সেই সময় মিকের বয়স ছিল ৭৪ এবং নূরের বয়স ছিল ২৩।

১৩ ১৮
মিকের সঙ্গে বিচ্ছেদের পর, ২০১৮ সালে ৬০ বছর বয়সি কোটিপতি সমাজকর্মী নিকোলাস বার্গগ্রুয়েনের সঙ্গে প্রেম করেন। একই বছর ৪৯ বছর বয়সি পরিচালক এলি রথের সঙ্গে বার কয়েক দেখা গিয়েছে নূরকে।

মিকের সঙ্গে বিচ্ছেদের পর, ২০১৮ সালে ৬০ বছর বয়সি কোটিপতি সমাজকর্মী নিকোলাস বার্গগ্রুয়েনের সঙ্গে প্রেম করেন। একই বছর ৪৯ বছর বয়সি পরিচালক এলি রথের সঙ্গে বার কয়েক দেখা গিয়েছে নূরকে।

১৪ ১৮
এর পর ২০১৯ সালে নূরের নাম জড়িয়েছিল পরিচালক এবং অভিনেতা ক্লিন্ট ইস্টউডের সঙ্গে। নবতিপর ক্লিন্টের তখন বয়স ছিল ৮৮।

এর পর ২০১৯ সালে নূরের নাম জড়িয়েছিল পরিচালক এবং অভিনেতা ক্লিন্ট ইস্টউডের সঙ্গে। নবতিপর ক্লিন্টের তখন বয়স ছিল ৮৮।

১৫ ১৮
তবে ক্লিন্টের সঙ্গে প্রেমের প্রসঙ্গকে বারবার গুজব বলেই উড়িয়ে দিয়েছেন নূর। নূরের দাবি ছিল, তাঁরা কেবল পরিবারসূত্রে ভাল বন্ধু ছিলেন।

তবে ক্লিন্টের সঙ্গে প্রেমের প্রসঙ্গকে বারবার গুজব বলেই উড়িয়ে দিয়েছেন নূর। নূরের দাবি ছিল, তাঁরা কেবল পরিবারসূত্রে ভাল বন্ধু ছিলেন।

১৬ ১৮
নিন্দকদের মতে, আলের বয়স না কি নূরের বাবার থেকেও বেশি। নূর একমাত্র ধনী ‘বুড়ো’দের সঙ্গেই প্রেম করেন, এ বদমান আছে।

নিন্দকদের মতে, আলের বয়স না কি নূরের বাবার থেকেও বেশি। নূর একমাত্র ধনী ‘বুড়ো’দের সঙ্গেই প্রেম করেন, এ বদমান আছে।

১৭ ১৮
বিষয়টি নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করলেও এতে তাঁর কিছু যায় আসে না বলেই জানিয়েছেন নূর। নূর জানিয়েছেন, বয়সের পার্থক্য তাঁর কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়। মন কাকে পাশে চাইছে সেটাই আসল।

বিষয়টি নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করলেও এতে তাঁর কিছু যায় আসে না বলেই জানিয়েছেন নূর। নূর জানিয়েছেন, বয়সের পার্থক্য তাঁর কাছে একদমই গুরুত্বপূর্ণ নয়। মন কাকে পাশে চাইছে সেটাই আসল।

১৮ ১৮
নূরের আগে আলের সঙ্গিনী ছিলেন ইজরায়েলের অভিনেত্রী মেইটাল দোহানের।

নূরের আগে আলের সঙ্গিনী ছিলেন ইজরায়েলের অভিনেত্রী মেইটাল দোহানের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE