
বিজ্ঞানের বদান্যতায় সৃষ্টিজগতের অনেক রহস্য উন্মোচিত হলেও পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এমন কিছু রহস্য, যেগুলির রহস্যভেদ করা সম্ভব হয়নি আজও। কিছু ধাঁধা রয়ে গিয়েছে, বিজ্ঞানের সমীকরণে ফেলে যেগুলির সমাধান খুঁজে পাওয়া যায়নি। এ সব বিষয় এখনও অনিশ্চয়তার ঘেরাটোপে আবৃত। তাদের জটিলতা এবং রহস্যময়তা আমাদের রীতিমতো বিস্মিত করে।